আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বাঁকুড়ায় অভিযান, বিপুল আতশবাজি ও চকলেট বোমা উদ্ধার – উৎসবের আগে সতর্ক প্রশাসন

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বাঁকুড়া: আসন্ন উৎসবের মরশুমকে কেন্দ্র করে বাঁকুড়া শহরে তৎপর হয়েছে প্রশাসন। সম্প্রতি পুলিশের পক্ষ থেকে শহরের বিভিন্ন দোকান ও গুদামে হানা দিয়ে বিপুল পরিমাণে অবৈধ আতশবাজি ও চকলেট বোমা উদ্ধার করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন ভেঙে ক্ষতিকারক আতশবাজি মজুত রাখার অভিযোগে একাধিক দোকান মালিকের বিরুদ্ধে ইতিমধ্যেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উৎসবের আনন্দকে ঘিরে প্রতিবারই শহরের বিভিন্ন প্রান্তে অবৈধভাবে আতশবাজি বিক্রি বেড়ে যায়। এই বছরও তার অন্যথা হয়নি। তবে এবার আগেভাগেই পদক্ষেপ নিয়েছে জেলা পুলিশ ও প্রশাসন। তাদের দাবি, সাধারণ মানুষের নিরাপত্তা ও পরিবেশ রক্ষার স্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

প্রশাসনের তরফে স্পষ্ট নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, ক্ষতিকারক আতশবাজি ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। বিশেষ করে চকলেট বোমা, রকেট, উচ্চ শব্দ সৃষ্টিকারী ও দাহ্য আতশবাজি ব্যবহার করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, সবুজ আতশবাজির ব্যবহারকে উৎসাহিত করতে প্রচার চালানো হচ্ছে।

জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন— “আমরা চাই সবাই আনন্দ করুক, তবে সেটি যেন কারও জন্য বিপদের কারণ না হয়। পরিবেশবান্ধব সবুজ আতশবাজি ব্যবহার করলেই পূজো নিরাপদ ও সুন্দর হবে।”

পুলিশের পক্ষ থেকেও জানানো হয়েছে, সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি, বাজারে অবৈধ আতশবাজি বিক্রি ঠেকাতে বিশেষ নজরদারি চলবে। অন্যদিকে, সচেতন মহলের মতে, এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। কারণ আতশবাজির কারণে শুধু দুর্ঘটনার ঝুঁকি নয়, পরিবেশ ও শিশু-বৃদ্ধদের স্বাস্থ্যেরও মারাত্মক ক্ষতি হয়। প্রশাসনের অনুরোধ, “উৎসব হোক আনন্দের, নয় বিপদের। নিজেরা সচেতন হোন, অন্যকেও সচেতন করুন।”

See also  দুই জাল লটারি টিকিট বিক্রেতা গ্রেফতার পূর্ব বর্ধমানে - উদ্ধার প্রচুর জাল লটারি টিকিট

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি