কালনা সাব ডিভিশনের অন্তর্গত সমুদ্রগড় ডাঙ্গাপাড়া অঞ্চলের তাঁত শিল্পীদের পাশে সারা এডুকেশন ওয়েলফেয়ার ট্রাস্ট।প্রায় 200 জন দুস্থ তাঁতশিল্পের হাতে চাল এবং নগদ টাকা দিয়ে মানবিকতার নজির গড়লেন ট্রাস্টের সদস্যরা।
রমজান মাসে ইফতারের টান পড়েছিল তাদের, এমন করুণ অবস্থা এই হয়তো প্রথম। তাদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পূর্বস্থলী 1 নম্বর ব্লকের সংখ্যালঘু যুব ফেডারেশনের সেক্রেটারি আবুল কালাম শেখ।সারা এডুকেশনাল ওয়েলফেয়ার ট্রাস্টের সেক্রেটারি স্বয়ং হাফিজুর রহমান, সদস্য শেখ শাহজাহান, শেখ আজিম উদ্দিন সহ প্রমুখ। উপস্থিত ছিলেন সংখ্যালঘু যুব ফেডারেশনের জেলা সম্পাদক মোল্লা সফিকুল ইসলাম।
করোনা আবহে লকডাউন এর পর থেকে ঘরেই পড়ে রয়েছে তাঁতির তাঁত। বাজার বন্ধ, বন্ধ পরিবহন ব্যবস্থা। সরকারি রেশন ছাড়া অন্য কোনো সুযোগ-সুবিধা পাননি তারা। সারা এডুকেশনাল ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্যরা কোন ভাবে জানতে পারেন যে সমুদ্রগড় এর তাঁত শিল্পীদের অবস্থা বিপর্যয় মুখী। তৎক্ষণাৎ ব্যবস্থা নেন ট্রাস্ট এর সদস্যরা।
তাদের এই উদ্যোগে খুশি সমুদ্রগড় নিবাসী মানুষরা। প্রত্যেকেই ট্রাস্ট এর জন্য অনেক শুভ কামনা করেছেন। ধন্যবাদ জানিয়েছেন মোল্লা শফিকুল ইসলাম কে।