ব্রিক ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আবারও পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর উদ্যোগ গৃহীত হলো।1603 জন শ্রমিক যারা কাজে এসেছিলেন পুরুলিয়া এবং বীরভূম থেকে নিজেদের উদ্যোগে বাড়ি পৌঁছে দিয়েছেন বলে জানিয়েছেন দক্ষিণ দামোদর ইটভাটা অ্যাসোসিয়েশনের সভাপতি শৈবাল ঘোষ। বাড়ি পাঠানোর আগে তাদের খণ্ডঘোষ ব্লক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিকদের দিয়ে শারীরিক পরীক্ষা করিয়ে নেওয়া হয়। শালুন মোড়ে ব্রিক মানুফাচারর অ্যাসোসিয়েশন এর অফিসেই হয় স্বাস্থ্য পরীক্ষা।
তার সঙ্গে হাতছানি টাইস করে মুখে মাস্ক পরিয়ে যথাযথ খাদ্য সামগ্রী দিয়ে বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয় তাদের। বাচ্চাদের হাতেও দেওয়া হয়েছে কিছু খাবার।এরপর তাদের স্যানিটেশন করা বাসে করে বাড়ি পৌঁছানো হয়।
ইউনিয়ন এর মালিকের তরফ থেকে দু লক্ষ টাকা তুলে দেয়া হয়েছে রাজ্য সরকারের করোনা রিলিফ ফান্ডে, জানালেন খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় অপার্থিব ইসলাম। ইতিমধ্যে কৃষক সেতুর ক্যামেরার মাধ্যমে উঠে এসেছে খণ্ডঘোষ ব্লকের দক্ষিণ দামোদর শাখার ইটভাটা অ্যাসোসিয়েশন এর বেশ কিছু মানুষের মানবিক মুখ। বারবার সাহায্য করে গেছেন সাধারন মানুষকে। আবারো তার নিদর্শন মিললো।