আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

পরিযায়ী শ্রমিক দের থার্মাল স্ক্রীনিং টেস্ট

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now
কৃষ্ণ সাহা
কর্মরত শ্রমিকদের বাড়ি ফেরানোর পূর্বে স্বাস্থ্য পরীক্ষার উদ্যোগ দক্ষিণ দামোদর ইটভাটা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের শশঙ্গা অঞ্চলে নিমতলায় নিজেদের অফিস থেকে সরকারি দপ্তরের সাহায্য নিয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির গঠন করেন এসোসিয়েশনের সদস্যরা। বাড়ি ফিরে নিজের অঞ্চলে গিয়ে যাতে স্বাস্থ্য পরীক্ষা সংক্রান্ত কোন বিষয়ে সংকটের সম্মুখীন না হন এবং সোশ্যাল ডিসটেন্স মেন্টেন করতে যাতে শ্রমিকদের কোন প্রকার অসুবিধা না হয় তার জন্যই এমন উদ্যোগ, জানিয়েছেন বিগ ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশন বর্ধমান ডিস্ট্রিক্ট এর দক্ষিণ দামোদর শাখার সম্পাদক শৈবাল ঘোষ।
এদিন প্রায় ১৬০০ জন শ্রমিকের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে বলে জানালেন তিনি। কর্মসূচি চলছে প্রায় এক সপ্তাহ ধরে। তাদের সহযোগিতায় এগিয়ে এসেছে স্থানীয় প্রশাসনসহ স্বাস্থ্য দপ্তরে কর্মরত আধিকারিকরা। উপস্থিত ছিলেন খণ্ডঘোষ এর বিধায়ক নবীনচন্দ্র বাগ, পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধ্যক্ষ শ্যামল পাঁজা, জেলা পরিষদের সদস্য অপার্থিব ইসলাম ও বিশ্বনাথ রায়,ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিদ্যুৎ মল্লিক । তারাও সাহায্য করেছেন বিভিন্নভাবে।
স্বাস্থ্য পরীক্ষার পর শ্রমিকদের অ্যাসোসিয়েশনের নিজেও খরচায় বাস ভাড়া করে নিজ এলাকায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন তারা। মূলত পুরুলিয়া এবং বীরভূমের শ্রমিকরা আটকে রয়েছেন এখানে। রয়েছে মাস্ক খাবার এবং জলের ব্যবস্থা। এখনো পর্যন্ত কোন শ্রমিকের দেহে সংক্রমনের উপসর্গ মেলেনি জানিয়েছেন খণ্ডঘোষ বিপিএসসি তে কর্মরত ডক্টর পৌষালী মাইতি। থার্মাল স্ক্রীনিং টেস্টের মাধ্যমে প্রত্যেক পর্যায় এ ৬০ জন করে শ্রমিকের স্বাস্থ্য পরীক্ষা চলছে, এমনটাই বললেন খণ্ডঘোষ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ডক্টর জয়তি সরকার।
সারাবিশ্ব কাঁপছে করোনা ভাইরাসের দাপটে, আম ফানের তাণ্ডবে বিপর্যস্থ বাংলায় ইটভাটার শ্রমিকদের জন্য এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
See also  করোনা ভাইরাস আতঙ্ক- স্যানিটাইজারে টাকা না চুবিয়ে গ্রহন করছেন না কাটোয়া হাসপাতালে গাড়ি পার্কিং ঠিকাদার সংস্থা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি