আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

পুজোয় চমক, মনামীর ‘কল্কি’ মিউজিক ভিডিওর প্রথম ঝলক প্রকাশ্যে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পুজোর আগেই চমক দিলেন মনামী ঘোষ। প্রতিশ্রুতি মতো বৃহস্পতিবার প্রকাশ্যে আনলেন তাঁর নতুন মিউজিক ভিডিওর ঝলক। ‘কল্কি’র টিজার শেয়ার করেই ‘ঝড়ের পূর্বাভাস’ দিলেন অভিনেত্রী।

শারদ উপহার হিসেবে আসা এই ভিডিওর প্রথম ঝলকেই দর্শকদের কৌতূহল চরমে পৌঁছে দিয়েছে। ‘আইলো উমা’র পর এবার ‘কল্কি , এলো রে গৌরী’ নিয়েও নাচ-গানে জমে উঠবে উৎসবের আবহ—সেটা টিজারেই স্পষ্ট। ভিডিও শেয়ার করে মনামী লিখেছেন, ‘ধ্বংসের পূর্বাভাস। সৃষ্টির পূর্বাভাস। এক জীবনমুখী রূপকথার গল্প কল্কি আসছে ১৫ সেপ্টেম্বর। বাংলার ইতিহাসে প্রথমবার।’ অভিনেত্রী আরও জানিয়েছেন, তাঁর ইউটিউব চ্যানেলেই ১৫ সেপ্টেম্বর মুক্তি পাবে গানটি।

এর আগে গত আগস্টে নীল রঙের আলতা পরে নজর কেড়েছিলেন মনামী। সাধারণত লাল আলতা দেখা গেলেও, তাঁর নীল আলতার ফ্যাশন নিয়ে তখন জোর চর্চা হয়েছিল। এবার সেই রহস্য ফাঁস হল—‘কল্কি’ মিউজিক ভিডিওর জন্যই এই বিশেষ সাজ।

গলায় ও হাতে সর্পিল ডিজাইনের গয়না পরে দেখা গিয়েছে তাঁকে। কারণ, হিন্দু শাস্ত্রমতে বিষ্ণুর দশম অবতার ‘কল্কি’ নীল রঙের সঙ্গে যুক্ত। সেই সূত্রেই সম্ভবত নীল আলতা বেছে নিয়েছেন অভিনেত্রী। পাশাপাশি কল্কি পুরাণে সাপের উল্লেখ থাকায় গয়নাতেও রাখা হয়েছে সেই ছাপ।

See also  দাম্পত্য জীবনের ইতি টানতে চলেছে অনুপম পিয়া

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি