বিনোদন জগতে রাজনীতিকদের উপস্থিতি নতুন কিছু নয়। কখনও চলচ্চিত্র তারকাদের দেখা যায় রাজনীতির মঞ্চে, আবার কখনও উলটোটা। এবার সেই ধারাতেই বিশেষ চমক—কৈলাস খেরের তত্ত্বাবধানে ভারতীয় সেনাকে উৎসর্গ করা এক দেশাত্মবোধক গানে কণ্ঠ মিলিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
সেনা জওয়ানদের বীরত্ব ও আত্মত্যাগকে শ্রদ্ধা জানাতে তৈরি হয়েছে মিউজিক ভিডিওটি। শনিবার প্রকাশিত ‘ভারতীয় সেনা’ নামের এই গানের ভিডিও ইতিমধ্যেই নেটদুনিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই পাঁচ লক্ষেরও বেশি মানুষ শুনে ফেলেছেন গানটি, যা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি।

ভিডিওর প্রতিটি দৃশ্য সাজানো হয়েছে সাহস, আত্মবলিদান আর বীরত্বের অনন্য কাহিনিতে। শুরুতেই রাজনাথ সিংয়ের কণ্ঠে শোনা যায় একটি কবিতা। অন্যদিকে, সীমান্তরক্ষীদের শৌর্যগাথা ফুটে ওঠে অমিত শাহের কণ্ঠে।
এই প্রসঙ্গে কৈলাস খের জানান, তিনি চেয়েছিলেন তাঁর গানের মাধ্যমে ভারতীয় সেনার শক্তি ও আত্মবিশ্বাসকে তুলে ধরতে—যা আজ বিশ্বজুড়ে প্রশংসিত। জানা গেছে, গান ও ভিডিও তৈরি করতে লেগেছে প্রায় তিন মাস। তবে এটি কোনও ব্যক্তিগত প্রয়াস নয়, বরং কেন্দ্রীয় সরকারের উদ্যোগেই গানটি সৃষ্টির প্রস্তাব এসেছিল খেরের কাছে। সেই বিশেষ গানে সেনাবাহিনীর কর্মকাণ্ডের সঙ্গে ছায়ায়-সুরে যুক্ত হলেন শাহ ও রাজনাথ।