পূর্ব বর্ধমানের মেমারিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। রবিবার বিকেল নাগাদ মন্তেশ্বর রোডের মুন্সীডাঙ্গা বাসস্টপ সংলগ্ন এলাকায় লরি ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় দু’জনের। গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সংঘর্ষের পর ট্রাক্টরে থাকা কয়েকজন আহত হন। তাঁদের তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় বাসিন্দা ও সাতগেছিয়া ফাঁড়ির পুলিশ মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক দু’জনকে মৃত বলে ঘোষণা করেন। আহত চারজন বর্তমানে চিকিৎসাধীন।

পুলিশ সূত্রে খবর, মৃত দুই ব্যক্তি—জয়ন্ত সরেন এবং তিরু পুজারা—দু’জনেই মেমারি ১ নম্বর ব্লকের মগড়ার বাসিন্দা।
ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত লরি ও ট্রাক্টরকে ক্রেনের সাহায্যে উদ্ধার করে। ওই সময় কিছুক্ষণ যানজটের সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।