গণপতির আরাধনায় ভরসা রেখে, ‘ধুরন্ধর’ নিয়ে চলা বিতর্কের মাঝেই আম্বানি পরিবারের পুজোয় হাজির হলেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। নতুন লুকে ধরা দিয়ে অভিনেতা যেন দিলেন বড় ইঙ্গিত।
গত বছর এই উৎসবের সময়েই রণবীর-দীপিকার জীবনে এসেছিল কন্যাসন্তান। তবে মেয়ের জন্মের পর থেকে তারকাদম্পতিকে খুব একটা একসঙ্গে দেখা যায়নি। অনুরাগীদের আক্ষেপও ছিল—‘ডুমুরের ফুল’ হয়ে গিয়েছেন প্রিয় জুটি। অবশেষে বৃহস্পতিবার সেই অপেক্ষার অবসান ঘটল। আম্বানিদের অ্যান্টেলিয়ায় গণেশ পূজার আসরে একসঙ্গে ধরা দিলেন দু’জনে।

দু’জনের পরনে ছিল মানানসই সোনালি পোশাক, গলায় মন্ত্রখচিত হলুদ উত্তরীয়। ভক্তিভরে বাপ্পাকে ফুল দিয়ে প্রণাম করলেন রণবীর ও দীপিকা। তাঁদের পাশেই ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস। স্বাভাবিকভাবেই এই জমকালো আয়োজনে স্পটলাইট ঘুরল ‘দীপবীর’ জুটির দিকেই। তবে ছোট্ট কন্যা দুয়া উপস্থিত না থাকায় দর্শকদের মধ্যে খানিক হতাশা ছিল। এদিকে ক্যামেরাবন্দি সেই মুহূর্তে রণবীরের নতুন লুকই হয়ে উঠল আলোচনার কেন্দ্রবিন্দু। একেবারে ক্লিন-শেভ লুকে ধরা দিলেন অভিনেতা। আচমকাই এই বদল কেন, তা নিয়েই কৌতূহল বাড়ছে ভক্তদের মধ্যে।
এক বছর ধরে ‘ধুরন্ধর’ ছবির চরিত্রের জন্য রণবীরকে রাখতে হয়েছিল লম্বা চুল ও দাড়ি। সম্প্রতি সেই ছবির শুটিং সেটে নীচুমানের খাবার পরিবেশনের অভিযোগ ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়। শতাধিক ইউনিট সদস্যকে পর্যন্ত ভর্তি হতে হয়েছিল হাসপাতালে। তবে সেই সব জটিলতা পাশে সরিয়ে এদিন নিজের নতুন চেহারায় নজর কেড়েছেন রণবীর। শুরু হয়েছে নতুন গুঞ্জন—তাহলে কি এবার অন্য কোনও ছবির প্রস্তুতি নিচ্ছেন তিনি? যদিও বক্স অফিসে তাঁর সাম্প্রতিক পারফরম্যান্স আশানুরূপ না হলেও হাতে রয়েছে একাধিক ছবির কাজ। অন্যদিকে দীপিকাও অ্যাটলির পরিচালনায় আল্লু অর্জুনের সঙ্গে বড় বাজেটের ছবির শুটিং শুরু করতে চলেছেন। তারই আগে তারকাদম্পতি মেতে উঠলেন গণপতি উৎসবে।