আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

সৌরভের বায়োপিকের জন্য কলকাতায় টিম, শহরজুড়ে রেইকি শুরু, কবে নামবে ক্যামেরা?

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

ক্রিকেট মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনের গল্প পর্দায় দেখতে মুখিয়ে আছেন দর্শকরা। সেই ছবিতে ‘দাদাগিরি’ রূপে ধরা দেবেন অভিনেতা রাজকুমার রাও। ইতিমধ্যেই চরিত্রটিকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলার জন্য তিনি কঠোর প্রস্তুতিতে নেমেছেন। চরিত্রের গভীরে যেতে বাড়তি সময় নিচ্ছেন বলেই শুটিং শুরুর দিন পিছিয়ে গিয়েছে। এই সময়েই ছবির টিম উপস্থিত হয়েছে কলকাতায়।

মঙ্গলবার শহরে নেমেই ইডেন গার্ডেন্স থেকে ময়দান, একের পর এক জায়গা ঘুরেছেন ইউনিট সদস্যরা। শুধু তাই নয়, সৌরভের ক্রিকেটযাত্রার সূচনাস্থল দুখীরাম কোচিং সেন্টারও ঘুরে দেখেন তাঁরা। জানা যাচ্ছে, বুধবার টিম পৌঁছবে সৌরভের বেহালার বাড়িতেও। তবে রেইকি শুরু হলেও ক্যামেরা ঘুরতে এখনও দেরি। খবর, আগামী বছরের জানুয়ারিতেই শুটিং শুরু হবে এবং সেটিও সৌরভের প্রিয় শহর কলকাতা থেকেই।

প্রথমে পরিকল্পনা ছিল এ বছরের জুলাই মাসেই শুটিং শুরু করার। কিন্তু রাজকুমারের কঠোর প্রস্তুতির কারণে সূচি বদলাতে হয়। এর আগেই অভিনেতা স্পষ্ট করেছিলেন, “দাদার জীবনী পর্দায় ফুটিয়ে তুলতে সকলেই ভীষণ তটস্থ। খুব যত্ন নিয়ে সিনেমাটা তৈরি করতে চাইছি আমরা। তাই প্রস্তুতির জন্য আমাদের আরও কিছুটা সময়ের প্রয়োজন। সেই জন্যই শুটিং পিছিয়ে দেওয়া হয়েছে পরের বছর। কারণ ভারতীয় ক্রিকেটদুনিয়ার এহেন আইকনের চরিত্রে অভিনয় করা একটা বড় দায়িত্ব।” তাঁর আরও মন্তব্য, “আমি ক্রিকেট খেলতে পারি। কিন্তু দাদার মতো বাঁ-হাতি ব্যাটার নই। আমি ডান হাতেই ব্যাট করতে অভ্যস্ত। সেটা রপ্ত করতেই আমার সময় লাগবে একটু।”

See also  ভারতের কোন রাজ্যের কোন গ্রামে প্রথম সূর্যোদয় হয়? সেই গ্রামটির নাম কী?

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি