বাঁকুড়া থেকে শক্তি চট্টোপাধ্যায় :- বাঁকুড়া রবীন্দ্রভবনে গত ২৩শে আগস্ট অনুষ্ঠিত হল জেলার বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ও শ্রমিক নেতা গৌরগোপাল মুখার্জির ৯১তম জন্মজয়ন্তী উদযাপন।

গৌরগোপাল মুখার্জির দুই পুত্র—দীপঙ্কর মুখার্জি ও বাঁকুড়া ড্যান্স ফোরামের সম্পাদক সত্যপ্রসাদ মুখার্জি—প্রতি বছরের মতো এ বছরও আয়োজন করেন এই অনুষ্ঠান। সত্যপ্রসাদ মুখার্জি জানান, “বর্তমান সংস্কৃতিমনা নতুন প্রজন্মের মধ্যে বাবাকে বাঁচিয়ে রাখার উদ্দেশ্য নিয়েই আমাদের এই প্রয়াস।”
পাঁচদিনব্যাপী এই অনুষ্ঠানের প্রথম তিনদিন ছিল বিশ্বভারতীর রবীন্দ্রনৃত্য বিশেষজ্ঞ গুরু বসন্ত মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে নৃত্য কর্মশালা। এর পর রবীন্দ্রভবনে আয়োজিত হয় রবীন্দ্রনৃত্য পরিবেশনা ও সলিল চৌধুরীকে নৃত্যগীতিতে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। এদিন গুণীজন সংবর্ধনাও অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাঁকুড়া লোকসভার সাংসদ অরূপ চক্রবর্তী, প্রাক্তন পুরপিতা মহাপ্রসাদ সেনগুপ্ত, সংস্থার সভাপতি প্রণতি সেনগুপ্ত, কার্যকরী সভাপতি ডাঃ জিতেন্দ্রনাথ ব্যানার্জি, নৃত্যগুরু বসন্ত মুখোপাধ্যায় প্রমুখ।
সম্মাননা দেওয়া হয় শখের যাত্রার আটচালা সংস্থার তিন অভিনেতা-অভিনেত্রী শাশ্বতী হালদার, নিতু পাল এবং নবাব চ্যাটার্জিকে।
সংগঠকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৪শে আগস্ট ‘লালন ফকির’ যাত্রাপালা মঞ্চায়নের মধ্য দিয়ে সমগ্র অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটবে।
সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সংহিতা মিত্র।