আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

কলকাতা লিগে মহামেডানের টানা ব্যর্থতা, ভবানীপুরের দাপুটে জয়

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

মহামেডান স্পোর্টিংয়ের দুর্দশা কাটছেই না। শুক্রবার কলকাতা লিগের ম্যাচে ভবানীপুরের কাছে ১-২ গোলে পরাজিত হল সাদা-কালো দল। টানা ব্যর্থতার ফলে গ্রুপ বি-র পয়েন্ট তালিকায় দশম স্থানে নেমে গিয়েছে তারা। বিপরীতে এই জয়ের সুবাদে তৃতীয় স্থানে উঠে এল ভবানীপুর।

গ্রুপ বি-তে শীর্ষে থাকা ইউনাইটেড কলকাতাকে হারিয়ে দারুণ আত্মবিশ্বাসে ছিল ভবানীপুর। যদিও এরপর পিয়ারলেসের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছিল তারা। তবে শুক্রবার বারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সাইদ রামনের শিষ্যরা। ম্যাচের ১১ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন মহম্মদ মুশরফ।

প্রথম গোলের পর আরও কিছু সুযোগ তৈরি হলেও তা থেকে ব্যবধান বাড়াতে পারেনি ভবানীপুর। অন্যদিকে মহামেডানের খেলায় মাঝমাঠ ও রক্ষণভাগে বারবার ফাঁক তৈরি হয়, যার সুযোগ নিচ্ছিল প্রতিপক্ষ। তবে প্রথমার্ধে আর কোনও গোল হয়নি।

দ্বিতীয়ার্ধে কিছুটা লড়াইয়ে ফেরে মহামেডান। ৫৪ মিনিটে সজল বাগের গোলে সমতায় আসে তারা। কিন্তু ৭০ মিনিট পেরোতেই তাল হারাতে শুরু করে সাদা-কালো ব্রিগেড। ৭৩ মিনিটে ক্রেগের গোল আবার এগিয়ে দেয় ভবানীপুরকে, যা শেষ পর্যন্ত ম্যাচের ফল নির্ধারণ করে।

এই জয়ের ফলে ভবানীপুর ১০ ম্যাচে ৫ জয় ও মোট ১৮ পয়েন্ট নিয়ে গ্রুপ বি-র তৃতীয় স্থানে জায়গা করে নিল। অন্যদিকে মহামেডান ১০ ম্যাচে মাত্র ২ জয় নিয়ে ৭ পয়েন্টে দশম স্থানে রয়েছে। গ্রুপের শীর্ষে আছে ইউনা

See also  হাতির গতিবিধি বুঝতে তৈরি হয়েছে ওয়াচ টাওয়ার বেড়েছে সোনামুখী জঙ্গলের সৌন্দর্য 

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি