মুম্বইয়ে টানা বৃষ্টির জেরে কার্যত বিপর্যস্ত জনজীবন। শহর থেকে উপকণ্ঠ পর্যন্ত সর্বত্র জল জমে তৈরি হয়েছে ভয়াবহ পরিস্থিতি। আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই ভারী বর্ষণের কারণে লাল সতর্কতা জারি করেছে। বহু জায়গায় রাস্তাঘাট ডুবে যাওয়ায় যান চলাচল কার্যত অচল। নিতান্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতে মানা করেছে পুর কর্তৃপক্ষ। আর এই অবস্থার জেরেই সমস্যায় পড়লেন সলমন খান।
বলিউড সূত্রে খবর, লাগাতার বৃষ্টির কারণে ভাইজানের একাধিক কাজের সময়সূচি ভেস্তে গেছে। বিশেষ করে ২৪ আগস্ট 'বিগ বস ১৯'
সম্প্রচারের আগে মায়ানগরীর বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের 'বিগ বস'
-এর ঘরে আমন্ত্রণ জানানোর কথা ছিল। কিন্তু ভয়াবহ জলাবদ্ধতার জন্য অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হয়েছে "জিও হটস্টার"
। মঙ্গলবার চ্যানেলের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, "ভারী বর্ষণের ফলে মুম্বই শহর ডুবে যাওয়ায় 'বিগ বস'-এর ঘরের দরজা আপাতত খোলা সম্ভব নয়। শো সংক্রান্ত সমস্ত কর্মসূচি আপাতত বাতিল করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।"

তবে জানা গিয়েছে, 'বিগ বস ১৯'
ছাড়া মুম্বইতে অন্য শুটিং তেমন ক্ষতিগ্রস্ত হয়নি। ফিল্মসিটির রাস্তায় জল জমে গেলেও কলাকুশলীরা সাবধানে নিত্যদিন শুটিং চালিয়ে যাচ্ছেন। আগামী ২৪ আগস্ট থেকে "জিও হটস্টার"
-এ রাত ৯টা এবং কালার্স টিভিতে রাত সাড়ে ১০টা থেকে সম্প্রচার শুরু হবে 'বিগ বস ১৯'
। এবারের মরশুমে ভোটের থিমে সাজানো হয়েছে অনুষ্ঠানটি।