আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

অঙ্কুশ-ঐন্দ্রিলার নতুন সিনেমা ‘নারী চরিত্র বেজায় জটিল’ মুক্তির পথে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

ফের একসঙ্গে পর্দায় দেখা যাবে অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেনকে। "নারী চরিত্র বেজায় জটিল" নামের এই ছবিটি রমকম ঘরানার এবং দীর্ঘদিন ধরেই দর্শকদের মধ্যে কৌতূহল জাগিয়ে রেখেছে। অনেকেই জানতে চেয়েছিলেন, কবে এই ছবি মুক্তি পাবে। এবার জানা গেল ছবিটির মুক্তির নির্দিষ্ট দিনক্ষণ।

বাঙালির প্রিয় দিনের সঙ্গে মিলিয়ে সরস্বতী পুজোর সময় মুক্তি পাবে "নারী চরিত্র বেজায় জটিল"। জন্মাষ্টমীর শুভ দিনে ছবির টিম এই ঘোষণা দিয়েছে। যদিও ছবির নাম শুনলেই অনেকের মনে পড়ে যায় কিশোর কুমারের কণ্ঠে ‘ওগো বধূ সুন্দরী’ ছবির গানে উত্তম কুমারের অভিনয়, যা আজও শ্রোতাদের কাছে ‘হিট’।

এই বছর নারী দিবসে নতুন সিনেমার ঘোষণা করেছিলেন টলিপাড়ার "মির্জা"। প্রেম দিবসে অঙ্কুশ জানিয়েছেন যে নতুন ছবি নিয়ে আসছেন। নারী দিবসে প্রকাশিত পোস্টারে দেখা যায়, রুদ্রমূর্তি ঐন্দ্রিলার পায়ের কাছে কানে আঙুল দিয়ে মুখ ব্যাজার করে বসে আছেন অঙ্কুশ; ছবিতে তার চরিত্রটি ছিল অবোধ ঝন্টু। মা-বোন ও স্ত্রীয়ের আবদারে তাঁর জীবন উৎসর্গ করা। পোস্টারে আরও দেখা গেছে সোহাগ সেন, সোহিনী সেনগুপ্ত, ইপ্সিতা মুখোপাধ্যায়কে, বোঝা যাচ্ছে তারা গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন।

সিনেমার প্রযোজনা করছেন অঙ্কুশের প্রযোজনা সংস্থা, এবং পরিচালনার দায়িত্বে আছেন "মির্জা"-এর পরিচালক সুমিত সাহিল। পোস্টার থেকে বোঝা যায়, অঙ্কুশ-ঐন্দ্রিলার এই সিনেমা রম-কম ঘরানার হলেও পারিবারিক বিনোদনের ছোঁয়া থাকবে। এখন দর্শকদের অপেক্ষা ছবির মুক্তির জন্য।

See also  মঙ্গলকোট আমরা কজন পরিচালনায় দুই দিনব্যাপী ফুটবল প্রতিযোগিতা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি