আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

‘সিতারে জমিন পর’ ইউটিউবে আনতে আমিরের মোটা খরচ, কত টাকা দিলেন আমির?

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

জুনে প্রেক্ষাগৃহে মুক্তি পায় আমির খানের ‘সিতারে জমিন পর’। মুক্তির পর থেকেই ছবিটি দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলে এবং ভালোবাসা কুড়োয়। সম্প্রতি এটি ইউটিউবেও প্রকাশ পেয়েছে। শুরুতে ছবিটি ওটিটিতে মুক্তি না দেওয়ার সিদ্ধান্তে কিছু দর্শক হতাশ হলেও, অনেকে আবার আমিরের পদক্ষেপকে প্রশংসা করেছিলেন। তবে ওটিটি এড়িয়ে ইউটিউবে মুক্তি দেওয়ার কারণে আমিরকে গুনতে হয়েছে মোটা অঙ্কের অর্থ। ঠিক কত?

এক সাক্ষাৎকারে আমির জানান, “ছবিটি ইউটিউবে মুক্তি দেওয়ার জন্য প্রথমে ৯৬ কোটি টাক নির্ধারিত হলেও আমার পার্টনার এই টাকাতে রাজি হয়নি। পরবর্তীকালে আমার পার্টনারের সঙ্গে ছবিটি ইউটিউবে মুক্তি দেওয়ার জন্য আমাকে এর খরচ বাড়াতে হয়। এবং তারই ফলস্বরূপ আমাকে প্রায় ১২২-১৩১ কোটি টাকা খরচ করতে হয়েছে। ইউটিউবে ছবিটি দর্শক খুবই উপভোগ করছে।”

ছবি মুক্তির আগে আরেক সাক্ষাৎকারে আমির বলেছিলেন, “আমি চলচ্চিত্র জগতের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমি জানি এটা একটা বড় ঝুঁকি, এর সঙ্গে অনেকটা অর্থ বিনিয়োগের মতো বিষয় জড়িয়ে রয়েছে কিন্তু আমি এই ঝুঁকি নিতে চাই। কারণ আমি চাই যে দর্শক ছবিটি সিনেমা হলে গিয়ে দেখুক। আমি আমার ছবি ও আমার দর্শকের প্রতি অগাধ ভরসা রাখি।” অন্যদিকে, বাণিজ্য বিশ্লেষক কোমল নাহতার মতে, আমির নাকি এই ছবির ১২০ কোটি টাকার ডিজিটাল স্বত্বের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন, কারণ তিনি চেয়েছিলেন দর্শক যেন প্রেক্ষাগৃহেই ছবিটি উপভোগ করেন।

See also  বিভিন্ন রাসায়নিক মিশিয়ে ভেজাল সরষের তেল তৈরির ডেরার পুলিশের হানা - গ্রেফতার ৩ -উদ্ধার প্রচুর ভেজাল সরষের তেল

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি