ইউক্রেনকে আলোচনার বাইরে রেখে কোনও সমাধান সম্ভব নয়—এমনই কড়া বার্তা দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি স্পষ্ট জানালেন, তাদের জমি রাশিয়ার হাতে তুলে দেওয়ার প্রশ্নই ওঠে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আলাস্কায় আসন্ন বৈঠকের আগে এই প্রতিক্রিয়া দিলেন জেলেনস্কি।
সমাজমাধ্যমে জেলেনস্কি লিখেছেন, “ইউক্রেন রাশিয়াকে জমি ছেড়ে দেবে না। ইউক্রেনকে বাদ দিয়ে আলোচনার টেবিলে বসা অর্থহীন। আমরা সবাই শান্তি চাই। কিন্তু ইউক্রেনকে ছাড়া এই যুদ্ধ বন্ধ সম্ভব নয়।”

গত শুক্রবার ট্রাম্প নিজেই পুতিনের সঙ্গে সাক্ষাতের পরিকল্পনার কথা ঘোষণা করেন। ট্রুথ সোশালে তিনি পোস্ট করেন, ‘অবশেষে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও আমার বৈঠকটি হতে চলেছে। আগামী শুক্রবার ১৫ আগস্ট আলাস্কায় আমাদের সাক্ষাৎ হবে।’ পরে রাশিয়ার পক্ষ থেকেও টেলিগ্রামে এক বিবৃতিতে জানানো হয়, ‘প্রেসিডেন্টরা নিঃসন্দেহে ইউক্রেন সংকট নিয়ে আলোচনা করবেন, দীর্ঘকালীন শান্তি চুক্তির বিষয়টি নিশ্চিত করতে।’
উল্লেখ্য, বহুদিন ধরেই ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসান ঘটাতে উদ্যোগী হয়েছেন ট্রাম্প, যদিও তাতে বিশেষ সাফল্য মেলেনি। এমনকি এই ইস্যুতে পুতিনের উপর ক্ষুব্ধও হয়েছেন তিনি। একসময় ইউক্রেনের প্রেসিডেন্টকে জিজ্ঞেস করেছিলেন, “অস্ত্র দিলে মস্কোতে বোমা ফেলতে পারবেন?” তবে ক্ষমতায় ফিরে এসে ট্রাম্প পুতিনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টা শুরু করেন। এখন নজর থাকবে, আলাস্কার বৈঠকের পর দুই নেতার সমীকরণে কী পরিবর্তন আসে।