ডার্বি এবং বেহালা এসএসকে পরপর পরাজিত করে এবারের কলকাতা লিগে ছন্দ ফিরে পেয়েছিল ইস্টবেঙ্গল। তবে পুলিশ এসি’র ব্যারিকেডে আটকা পড়ে লাল-হলুদ দল পরাজিত হয়েছিল। চ্যাম্পিয়নশিপ রাউন্ডে জায়গা ধরে রাখতে শুক্রবার কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে জয়ের প্রয়োজন ছিল বিনো জর্জের দলের। অবশেষে সেই লক্ষ্য পূরণ করে মশাল ব্রিগেড। নৈহাটি স্টেডিয়ামে কালীঘাটকে ১-০ গোলে হারিয়ে জয় শিখে নিল ইস্টবেঙ্গল। একই সঙ্গে পয়েন্ট টেবিলেও তারা এক ধাপ উন্নতি করেছে।
শুক্রবার কালীঘাট এসএলএ’র বিরুদ্ধে কোচ বিনো জর্জ সিনিয়র দলের খেলোয়াড়দের ওপর ভরসা রেখেছিলেন। চোটের কারণে মনতোষ মাঝি, মনতোষ চাকলাদার ও জেসিন টিকেরা খেলায় ছিলেন না। কালীঘাটের বিরুদ্ধে কার্ডের কারণে ডেভিড ও প্রভাত লাকড়াও অনুপস্থিত ছিলেন। এই পরিস্থিতিতে সিনিয়র সদস্য দেবজিৎ মজুমদার, সৌভিক চক্রবর্তী এবং এডমুন্ড লালরিনডিকাকে প্রথম একাদশে স্থান দেন বিনো জর্জ।

তবে ম্যাচে লাল-হলুদের খেলার তেমন গতি লক্ষ্য করা যায়নি। প্রথমার্ধে অনেক গোলের সুযোগ তৈরি করেও তা কাজে লাগাতে পারেনি দল। দলের মাঝে সমন্বয়ের ঘাটতিও চোখে পড়ে। অন্যদিকে, কালীঘাটের আক্রমণও তেমন ফলপ্রসূ ছিল না। প্রথমার্ধ গোলশূন্য কাটে।
দ্বিতীয়ার্ধ শুরুতেই ইস্টবেঙ্গল গোলের জন্য মরিয়া হয়ে ওঠে এবং সেটির ফলও পায়। ভানলালপেকা গুইতেই দলের জন্য একমাত্র গোলটি করেন। এরপর আর কোনো গোল হয়নি। শেষ পর্যন্ত কালীঘাটকে পরাজিত করে মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল। আট ম্যাচে চার জয় ও দুই ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল পয়েন্ট টেবিলে এক ধাপ উঠে আপাতত তৃতীয় অবস্থানে রয়েছে। ৬ ম্যাচে ১০ পয়েন্ট সংগ্রহ করে মোহনবাগান রয়েছে পঞ্চম স্থানে।