উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : রাতের অন্ধকারে ভস্মীভূত হয়ে গেল চারটি দোকান জয়নগরে।আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়।মঙ্গলবার রাতে জয়নগর থানার জয়নগর মজিলপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের পৌরসভার মাঠের পাশে থাকা চারটি দোকান কে বা কারা রাতের অন্ধকারে পুড়িয়ে দেয় বলে অভিযোগ।

বুধবার সকালে স্থানীয় মানুষ দেখতে পায় দোকান গুলো পুড়ে ছাই হয়ে গেছে।খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে স্থানীয় কাউন্সিলার তথা জয়নগর মজিলপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান রথীন কুমার মন্ডল ও জয়নগর থানার পুলিশ।এব্যাপারে বুধবার পৌরসভার ভাইস চেয়ারম্যান রথীন কুমার মন্ডল বলেন,ঐ দোকান গুলোকে আমি আমার ওয়ার্ডে বসার জায়গা করে দিই যাতে বেকার যুবকদের কর্মসংস্থান হয়।
কিন্তু কে বা কারা রাতের অন্ধকারে এসে চারটি দোকান পুড়িয়ে দেয়।আমরা পৌরসভার পক্ষ থেকে আপাতত ওদের ত্রিপল দিয়েছি।ওরা জয়নগর থানায় এই ঘটনার অভিযোগ দায়ের করেছে।
আমরা চাই দোষীদের গ্রেফতার করে উপযুক্ত সাজা দেওয়া হোক।পুরো ঘটনার তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ।আর এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।