আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

পাঞ্জাবের মোহালির অক্সিজেন প্ল্যান্ট বিস্ফোরণে কেঁঁপে উঠল, নিহত অন্তত ২

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

  সাতসকালে প্রবল বিস্ফোরণে কেঁঁপে উঠল ভারতের পাঞ্জাবের মোহালির অক্সিজেন প্ল্যান্ট। বুধবার (৬ আগস্ট ) সকালে মোহালির ফেজ-৯ এর একটি শিল্প এলাকায় ঘটনাটি ঘটেছে। এখন পয্যন্ত ২ জনের দেহ উদ্ধার হয়েছে। আহত আরও অনেকে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশংকা  করেছেন অনেকে।

মোহালি পুলিশ সূত্রে প্রকাশ, বুধবার (৬ আগস্ট ) সকালে মোহালি শহরের ফেজ ৯ এর একটি অক্সিজেন সিলিন্ডার প্ল্যান্টে বিস্ফোরণ হয়। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। সঙ্গে সঙ্গে কালো ধোঁয়ায় চারিদিক ঢেকে যায়। খবর পেয়ে মহকুমাশাসক, মোহালি পুলিশ ও প্রশাসনের ঊধ্বতন কতারা পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছেন।

পৌঁছায় আপৎকালীন মেডিক্যাল দল ও। আহতদের দ্রুত উদ্ধার করে মোহালির সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত সেখানেই চিকিৎসাধীন আহতরা। এখন পযন্ত ২ জনের মৃত্যু হয়েছে। মোহালি পুলিশের ডেপুটি কমিশনার বলেন, ” বুধবার (৬ আগস্ট ) সকালে ফেজ ৯ এ অবস্থিত শিল্প এলাকায় একটি অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তথ্য পাওয়ার পরেই মেডিক্যাল দল, পুলিশ এবং জেলা প্রশাসনের কমীরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছান।

শুরু হয় উদ্ধার অভিযান। ” ওই ঘটনায় এখনও পয্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তিনি। এছাড়াও গুরুতর আহত অবস্থায় ৩ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য ফেজ ৬ এর সিভিল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

See also  আত্মহত্যার আগে গুগলে যন্ত্রণাহীন মৃত্যুর সার্চ করেছিলেন সুশান্ত

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি