আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বাবা ও ঠাকুরদাদার স্মৃতি আঁকড়ে পৈত্রিক মাটির বাড়িতে থাকতেন দম্পতি – বাড়ি ভেঙে পড়ায় সেখানেই একসঙ্গে হারালেন প্রাণ

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পৈত্রিক মাটির বাড়ির সঙ্গে বাবা ও ঠাকুরদাদার স্মৃতি জড়িয়ে আছে বলে সেই টানে ওই বাড়ি ত্যাগ করেননি ছেলে ইউনুস মল্লিক।স্ত্রী রিজিয়া বেগম মল্লিককে সঙ্গে নিয়ে তিনি ওই মাটির বাড়িতেই থাকতেন।বর্ষায় সেই বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়লে তারই নিচে চাপা পড়ে একসঙ্গে প্রাণ খোয়ালেন মল্লিক দম্পতি।মঙ্গলবার ভোর মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের বেরুগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মাঠনসিপর গ্রামে।জেসিবি মেশিন এনে ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়িটির মাটি সরিয়ে এলাকার লোকজন ৫৭ বছর বয়সী ইউনুস মল্লিক এবং ৫৩ বছর বয়সী রিজিয়া বেগম মল্লিকের দেহ উদ্ধার করেন।এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

পরিবার পরিজন ও এলাকাবাসীর কথায় জানা গিয়েছেে,অন্যান দিনের মতো সোমবার রাতেও
পৈত্রিক মাটির বাড়িতে ছিলেন ইউনুস মল্লিক ও তাঁর স্ত্রী রিজিয়া বেগম মল্লিক। রাতে বৃষ্টিপাতের মধ্যে তাঁরা ওই বাড়িতেই ঘুমিয়ে ছিলেন। ভোর
সাড়ে চারটে নাগাদ আচমকাই ওই মাটির বাড়িটি
হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। বাড়ি ভেঙে পড়ার শব্দ শুনেই আশপাশেয় বাড়ির লোকজন ঘটনাস্থলে
ছুটে যায়।ভেঙে পড়া বাড়িটির অবস্থা দেখে স্থানীয়
লোকজন নিশ্চিত হয়েে যান , মল্লিক দম্পতি ওই বাড়িটির ধ্বংসস্তূপের নিচেই চাপা পড়ে আছেন।
তড়িঘড়ি তারা জেসিবি মেশিন এনে ওই ধ্বংসস্তূপ
সরিয়ে সংজ্ঞাহীন অবস্থায় দম্পতি ইউনুস মল্লিক ও রিজিয়া বেগম মল্লিককে উদ্ধার করেন। দ্রুত তাদের নিয়ে যাওয়া হয় জামালপুর হাসপাতালে।
সেখানে চিকিৎসক দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।পুলিশ দুটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এদিনই বর্ধমান মেডিকেল কলেজের পুলিশ মর্গে পাঠায়।

এলাকার বাসিন্দা হাফিজুল রহমান মল্লিক বলেন, দেড় তলা মাটির বাড়িটি অনেক দিনের পুরানো।
তবে বৃষ্টি বাদলের দিনে একেবারে গোটা বাড়িটা
হুড়মুড়িয়ে ভেঙে পড়বে এটা কেউ কল্পনাও করতে
পারে নি।ভোর রাতে বাড়িটি ভেঙে পড়লে সেখান থেকে দম্পতি ইউনুস মল্লিক ও রিজিয়া বেগম মল্লিককে উদ্ধার করার জন্য আমরা গ্রামবাসীরা অনেক চেষ্টা করি। কিন্তু ব্যর্থ হয়। পরে জেসিবি মেশিন এনে ধ্বংসস্তূপের মাটি সরিয়ে দম্পতির উদ্ধার করা হয়।

See also  চাকরি দেওয়ার নামে যুবক যুবতীদের ঠকানোর অভিযোগে গ্রেপ্তার কলকাতা পুলিশের এক কর্মী ও তাঁর ছেলে

বাবা ও মায়ের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকে বিহ্বল হয়ে পড়েছেন দুই ছেলে মাসুদ মল্লিক ও আজিজ মল্লিক। চোখের জল মুছতে মুছতে তাঁরা এদিন বলেন, “আমাদের পৈত্রিক মাটির বাড়িটির প্রতি আমার বাবার আলাদা একটা টান ছিল। পূর্ব পুরুষরা ওই বাড়িটিতে জীবন কাটিয়ে ছিলেন বলে
আমার বাবা ওই বাড়িতে থাকতেই ভাল বাসতেন।
দিনের বেলায় আমাদের পাকা দোতলা বাড়িতে বাবা মা থাকলেও রাতে মাকে নিয়ে বাবা মাটির বাড়িতেই চলে যেতেন । দিনের বেলায় প্রতিদিন ওই বাড়িতে একজন গ্রামীণ চিকিৎসক বসে রোগী দেখতেন।সোমবার দিনের বেলাতেও ওই বাড়িতে বসে চিকিৎসক রোগী দেখেছেন। অন্যদিন রাতেনাতি রোহান মল্লিককে সঙ্গে নিয়ে আমার বাবা ইউনুস মল্লিক ও মা রিজিয়া বেগম শুতেন।
বৃষ্টি পড়ছিল বলে সোমবার রাতে নাতি রেহানের
দাদু ঠাকুরমার সঙ্গে শুতে যাওয়া হয় নি। বাবার কাছে প্রাণের প্রিয় থাকা মাটির বাড়িতেই এভাবে বাম ও মা এক সঙ্গে প্রাণ হারাবেন তা কোনদিন কল্পনাও করতে পারেন নি বলে মাসুদ মল্লিক ও
আজিজ মল্লিক জানান।“ বিডিও (জামালপুর)
রাহুল বিশ্বাস বলেন,“অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা।
উর্ধ্বতন কর্তৃপক্ষকে এ বিষয়ে জানানো হয়েছে।
আমরাা প্রশাসনের পক্ষথেকে পরিবারটির পাশে আছি“।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি