“আমি-তুমি রাজনীতি করলে পরিণাম ভয়ংকর হবে।” এই মন্তব্য করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় নেতাদের কড়া বার্তা দিলেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে দলের অন্দরের শৃঙ্খলা বজায় রাখতে এবং নেতৃত্বকে সক্রিয় করতে এই কড়া হুঁশিয়ারি দেন তিনি। ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত এক বৈঠকে তৃণমূলের সাংসদ, বিধায়ক ও জেলা স্তরের নেতাদের উদ্দেশে বক্তব্য রাখেন অভিষেক।
এই বৈঠকে প্রায় ৯ হাজার তৃণমূল নেতা অংশগ্রহণ করেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। সেখানে অভিষেক স্পষ্ট বার্তা দেন, “আমি-তুমির রাজনীতি দলে চলবে না।” এর আগেও তিনি একাধিকবার দলের স্বার্থে একসঙ্গে কাজ করার কথা বলেছেন। তবে এদিন তাঁর সুর ছিল আরও কড়া। তিনি জানান, “আমি-তুমি রাজনীতি করলে পরিণাম ভয়ংকর হবে। আমি-তুমি নয়। আমি ওয়ার্নিং দিচ্ছি, যারা, আমি-তুমি পলিটিক্স করবে, তাঁর পরিণাম খুব খারাপ হবে। কে কী দায়িত্ব পাবে, তার তালিকা দলের কাছে আছে।”

বৈঠকে অভিষেক আরও বলেন, “দলের উপরে কেউ না। সবাইকে নিয়ে চলুন। আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ দিচ্ছে আমি করব, আপনিও করবেন।” একইসঙ্গে তিনি বিজেপির উদ্দেশে কটাক্ষ করে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দুর্বল করতে চাইছে বিজেপি। ২১ সালের পর কতজন বিজেপি নেতা এসেছিল বাংলায়? এদের জামানত বাজেয়াপ্ত করতে হবে।”