আজিজুর রহমান, কৃষক সেতু বাংলা, গলসি ১১ ই মে :- গলসি ২ নং ব্লকের বিডিও অফিসে সাতদফা দাবীতে ডেপুটেশন দিলেন কৃষক সভার সদস্যরা। পাশাপাশি একটি খোলা চিঠি মুখ্যমন্ত্রীকে দেওয়া হয় তাদের পক্ষ থেকে। সারা ভারত কৃষক সভা গলসি ২ নং ব্লকের উদ্দ্যোগে এদিন বিকেলে তাদের পাঁচ প্রতিনিধি ওই ডেপুটেশন জমা দেন। তাদের দাবীগুলি হল বোরো চাষের ক্ষতিপূরণ ও পরিযায়ী শ্রমীকদের সরকারি খরচে রাজ্য ফেরৎ কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। যারা এখনও রেশন পায়নি তাদের জন্য রেশনের ব্যবস্থা করতে হবে। কর্মহীন সাধারন জনগনকে মাসিক সাড়ে সাতহাজার টাকা দিতে হবে। করোনা তথ্য গোপন করা যাবে না ও হাসপাতাল গুলিতে সাধারন চিকিৎসার উন্নতি ঘটাতে হবে। করোনার পরীক্ষার জন্য পর্যাপ্ত কিটস এর ব্যবসা করতে হবে। রাজ্যের প্রতি গ্রামে ক্যাম্প করে ধান ক্রয় এর ব্যবস্থা করতে হবে। একশো দিনের কাজকে কৃষকদের স্বার্থে ও কৃষি কাজে ব্যবহার করতে হবে।
তাদের দাবীগুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন গলসি ২ নং ব্লক বিডিও শঙ্খ বন্দ্যোপাধ্যায়। এমনটি জানিয়েছেন কৃষক সভার গলসি ২ নং ব্লক কমিটির সম্পাদক সাইফুল হক