আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বর্ধমান থেকে নেত্রখন্ড পথে নয়ানজুলিতে পড়ে যাত্রীবাহী বাস, রক্ষা পেলেন চালক-খালাসি

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কৃষকসেতু, কৃষ্ণ সাহা,পূর্ব বর্ধমান:
বর্ধমান থেকে নেত্রখন্ডের পথে দুর্ঘটনার কবলে পড়ল একটি যাত্রীবাহী বাস। রবিবার সন্ধ্যায় রায়নার আউসারা গ্রামের কাছে সেহারা বাজার যাওয়ার পথে বাসটি নয়ানজুলিতে পড়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিয়ে বাড়ির জন্য বাসটি ভাড়া নেওয়া হয়েছিল। পলাশন থেকে সেহারা বাজারের দিকে যাওয়ার সময় হঠাৎ একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায় বাসটি।

ঘটনার সময় বাসে যাত্রী ছিল না। চালক ও খালাসি ছাড়া আর কেউ ছিল না। দুজনকেই স্থানীয় বাসিন্দারা অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

খবর পেয়ে সেহারা বাজার ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে JCB দিয়ে বাসটিকে নয়ানজুলি থেকে তোলা হয়।

এলাকাবাসীর তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গেল বলে মনে করা হচ্ছে।

See also  দল প্রার্থী করলেও নানা আইনি গেরোয় ভোটে লড়া থমকে যতে বসেছে পূর্ব বর্ধমানের ডান বাম সব দলেরই একাংশ প্রার্থীদের

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি