আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

নদীর চরে ম্যানগ্রোভ কেটে পোল্ট্রি ফার্ম হচ্ছে সুন্দরবনে

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,পাথরপ্রতিমা : নদীর চরে ম্যানগ্রোভ কেটে পোল্ট্রি ফার্ম তৈরির অভিযোগ পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে।আর এই ঘটনাটি ঘটেছেপাথরপ্রতিমার ভাগবতপুর এলাকার। এনিয়ে গ্রামবাসীরা বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েছেন।পুলিসের নির্দেশে এখন পোল্ট্রি তৈরির কাজ বন্ধ রাখা হয়েছে।

জানা যায়, মেদিনীপুরের এক ব্যক্তি ওই নদীর চর বিক্রি করেছেন। তার দলিল পর্যন্ত রয়েছে।সেই দলিলকে সম্বল করে চরের উপরে থাকা ম্যানগ্রোভ কেটে পোল্ট্রি ফার্ম বানানোর কাজ চলছে। গ্রামবাসীদের অভিযোগ, এক পঞ্চায়েত সদস্যা দাঁড়িয়ে থেকে এই কাজ করাচ্ছেন। যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন।এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, এখানে নদীর চরে জোয়ার-ভাটা খেলে।

এছাড়াও এখানে প্রচুর ম্যানগ্রোভ রয়েছে। কিন্তু ম্যানগ্রোভ ধ্বংস করে পঞ্চায়েত সদস্যা দাঁড়িয়ে থেকে পোল্ট্রি ফার্ম বানাচ্ছেন। বিষয়টি নিয়ে প্রশাসনিক আধিকারিকদের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।এ ব্যাপারে পাথরপ্রতিমার বিডিও শেখ ইজরাইল বলেন,একটি অভিযোগ পত্র পেয়েছি।

বিষয়টি তদন্ত করে দেখা হবে। আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে।সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে।আর পরিবেশবিদদের মতে এই ম্যানগ্রোভ বনাঞ্চল রাজনৈতিক মদতে ধ্বংস করা কাজ বন্ধ না হলে সুন্দরবন শেষ হয়ে যাবে।

See also  অবশেষে গ্রেপ্তার শেখ শাহজাহান ! ২৩টি এলাকায় জারি ১৪৪ ধারা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি