কৃষকসেতু, কৃষ্ণ সাহা , খণ্ডঘোষ:- শনিবার তোড়কোনা জগবন্ধু উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্রছাত্রীদের হাতে “সবুজ সাথী” প্রকল্পের অধীনে সাইকেল তুলে দেওয়া হলো। মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় গঠিত এই প্রকল্প বহু ছাত্রছাত্রীর শিক্ষাজীবনে গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করে চলেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, বিশিষ্ট সমাজসেবী, শিক্ষা-উদ্যোগে অগ্রণী ভূমিকা নেওয়া এবং সুপরিচিত ব্যবসায়ী শ্রী হরে কৃষ্ণ রায় । এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি শ্যামল দত্ত, সদস্য গোলাম ইয়াসিন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৌমেন চৌধুরী সহ বিদ্যালয়ের সমস্ত শিক্ষক, শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ।


সাইকেল পেয়ে ছাত্রছাত্রীরা অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন রাজ্য সরকারের এই মহৎ উদ্যোগের প্রতি। বিদ্যালয় চত্বরে আজ ছিল উৎসবমুখর পরিবেশ।