আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে পালিত হল ১৭০ তম হুল দিবস।

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কৃষকসেতু,কুন্তল চট্টোপাধ্যায়,আউশগ্রাম :- পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে পালিত হল ১৭০ তম হুল দিবস। সোমবার আউসগ্রাম ২ নম্বর বিডিও অফিস প্রাঙ্গণে জেলা প্রশাসনের হুল দিবস অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে হাজির ছিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানি এ , মন্ত্রি স্বপন দেবনাথ, জেলা পুলিশ সুপার শায়ক দাস ,জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার, সহ-সভাপতি গার্গী নাহা, সাংসদ অসিত মাল আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ থান্দার, রাজ্য আদিবাসী ছেলের চেয়ারম্যান দেবু টুডু, আউসগ্রাম দু’নম্বর ভিডিও চিন্ময় দাস সহ অন্যান্যরা। এদিন অনুষ্ঠানের শুরুতেই সিধু কানু মূর্তিতে মাল্যদানের পর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রি স্বপন দেবনাথ সঙ্গে ছিলেন জেলাশাসক আয়েশা রানী এ ও পুলিশ সুপার শায়ক দাস।

পুষ্পস্তবক উত্তরীয় ও মেমেন্টো দিয়ে প্রত্যেক অতিথিদের বরণ করে নেওয়া হয় শহীদ দিবসের মঞ্চ থেকে। অনুষ্ঠান মঞ্চ থেকে জেলার মাধ্যমিকে আদিবাসী কৃতি ছাত্র ছাত্রীদের ডক্তর বি আর আম্বেদকার মেধা পুরস্কার তুলে দেওয়া হয় ৩৬ জন ছাত্র ছাত্রীর হাতে।
বিদ্রোহের শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু হয় দিনের অনুষ্ঠান। উপস্থিত মন্ত্রী ও জনপ্রতিনিধিরা আউশগ্রাম তথা গোটা জঙ্গলমহল এলাকায় আদিবাসী সম্প্রদায়ের কল্যাণে সরকার যে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প চালু করেছে, তার খতিয়ান তুলে ধরেন।

এই প্রসঙ্গে আলোচনায় উঠে আসে আউশগ্রামের পণ্ডিত রঘুনাথ মুর্মু আদিবাসী আবাসিক স্কুলের বিষয়ও। জানা গিয়েছে, স্কুলটির পরিচালন কমিটির সম্পাদক পদে বর্তমানে একজন অ-আদিবাসী রয়েছেন। এই পরিস্থিতিতে অনুষ্ঠানে উপস্থিত আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিরা জেলাশাসকের কাছে লিখিতভাবে আবেদন জানান, যাতে ওই পদে একজন আদিবাসী প্রতিনিধি নিয়োগ করা হয়।

জেলাশাসক আয়েষা রাণী এ এই দাবি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।দিনব্যাপী কর্মসূচিতে আদিবাসী সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে বিদ্রোহের ইতিহাস ও আত্মত্যাগের স্মৃতিচারণা করা হয়। স্থানীয় বাসিন্দারা অনুষ্ঠান ঘিরে যথেষ্ট উৎসাহ ও আগ্রহ প্রকাশ করেন।

See also  Agriculture Development Office/ভূমি রাজস্ব অফিসে কর্মী নিয়োগ, বেতন প্রতিমাসে 22,500 টাকা।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি