আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

চড়াই পাখি: হারিয়ে যাওয়া এক প্রিয় প্রতিবেশী

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কৃষকসেতু :- এক সময় গ্রামের আঙিনা, শহরের বারান্দা বা ইলেকট্রিকের তারে দল বেঁধে বসে থাকত চড়াই পাখি। সেই চেনা চঞ্চল শব্দ আজ যেন নিস্তব্ধতায় হারিয়ে গেছে। চড়াই এখন শুধু স্মৃতিতে, বা কোথাও-কোথাও বিরলভাবে চোখে পড়ে। আমাদের এলাকায় তো চড়াই পাখি নেই বললেই চলে।

আমি বহু জায়গায় ঘুরেছি – শহর, গ্রাম, পার্ক – এই ছোট্ট প্রাণীদের খুঁজে। কিন্তু দেখা মেলে না। এক ঝাঁক তো দূরের কথা, মাঝে মধ্যে দু-একটা চড়াই দেখলেই মনটা খুশি হয়ে যায়।

সেদিন ইকো পার্কে গিয়েছিলাম। হঠাৎ দেখি, মুড়ির আশায় দু-চারটে চড়াই পাখি এসে পড়েছে। ছোট ছোট ঠোঁটে মুড়ি কুড়োচ্ছে। ভীষণ আপ্লুত হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে মোবাইল তুলে ছবিটা তুলে ফেললাম। মনে হলো, যেন বিলুপ্তপ্রায় প্রাণী দেখছি। আর এই ছবি একটা প্রমাণ — চড়াই এখনও পুরোপুরি হারায়নি, তবে হারিয়ে যেতে বসেছে।

এই চড়াই ফিরে আসুক আমাদের বারান্দায়, গাছে, বৈদ্যুতিক তারে — সেই আশাতেই রইলাম।

See also  নয়াদিল্লিতে মালদার আমের স্টল

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি