আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

দক্ষিণবঙ্গে টানা বৃষ্টিতে জলস্ফীতি, পূর্ব বর্ধমানে দেবখালের জলে ভেঙে গেল অস্থায়ী রাস্তা — যোগাযোগ বিচ্ছিন্ন একাধিক গ্রাম

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কৃষকসেতু, কৃষ্ণ সাহা,রায়না :- দক্ষিণবঙ্গ জুড়ে টানা বৃষ্টিপাতের ফলে জল বাড়ছে একাধিক নদনদীতে। এর পাশাপাশি ঝাড়খণ্ডে অতিবৃষ্টির কারণে দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়া শুরু হয়েছে। এর ফলে পূর্ব বর্ধমানের বিভিন্ন অঞ্চলে জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে।

রায়না ১ নম্বর ব্লকের মুগুরা অঞ্চলের আনগুনা গ্রামে দেবখালের জলস্ফীতির জেরে ভেঙে গেছে অস্থায়ী যাতায়াতের রাস্তা। ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে আনুমানিক ১০ থেকে ১২টি গ্রাম। গ্রামবাসীদের অভিযোগ, মাস তিনেক ধরে খালের উপর পাকা সেতু নির্মাণের কাজ চললেও, যাতায়াতের জন্য যে অস্থায়ী রাস্তা তৈরি করা হয়েছিল তা ছিল নাজুক ও দুর্বল। বৃষ্টির ফলে খালে জল বাড়তেই জলের চাপে সেই রাস্তা সম্পূর্ণভাবে ভেঙে পড়ে।

ঘটনাস্থলে ছুটে আসেন ব্লক উন্নয়ন আধিকারিক অজয় কুমার দণ্ডপাত, রায়না ওসি নিমাই ঘোষ,স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি এবং প্রশাসনের কর্তাব্যক্তিরা। তাঁরা দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেন। পূর্ত দপ্তরের আধিকারিকদের সঙ্গেও যোগাযোগ করে অস্থায়ীভাবে নতুন ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

স্থানীয়দের দাবি, ঠিকাদার সংস্থার গাফিলতির জেরেই এই বিপর্যয়। দ্রুত রাস্তা মেরামত করে যোগাযোগ পুনঃস্থাপন না হলে আরও বড় দুর্ভোগের আশঙ্কা করছে এলাকাবাসী।

See also  তৃণমূলের প্রভাবশালী নেতা,মন্ত্রী ও বিধায়কঘনিষ্ট জিন্নার আলীকে আটক করলো ইডি

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি