আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

তেহট্টে প্রধানের স্বামী পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, প্রতিবাদ শাসকদলের

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বাম-কং জোট পরিচালিত কানাইনগর পঞ্চায়েত

সংবাদদাতা, তেহট্ট: বাম-কংগ্রেস পরিচালিত প্রধানের স্বামীর নামে ঢুকছে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা। দুয়ারে সরকারে দুর্নীতি করে প্রধান তাঁর প্রভাব খাটিয়ে এমন কাজ করেছেন বলে অভিযোগ। এই ঘটনা সহ বিভিন্ন দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভদেখাল তৃণমূল। এই ঘটনা প্রকাশ্যে আসতে মুখ্যমন্ত্রী থেকে বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত অভিযোগ জানাচ্ছে তৃণমূল। ঘটনাটি নদীয়ার তেহট্ট ১ ব্লকের কানাইনগর গ্রাম পঞ্চায়েতের।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দরপত্র প্রক্রিয়ার অনিয়ম ও নিয়ম বহির্ভূতভাবে ঠিকাদারকে লক্ষাধিক টাকা দেওয়ার অভিযোগ উঠেছিল ওই পঞ্চায়েতের প্রধান টগরী ঘোষের বিরুদ্ধে। সেই সময় লিখিত অভিযোগ থানায় জানান তেহট্ট-১ ব্লকের বিডিও। তবে জামিন নিয়ে ফের পঞ্চায়েতের কাজ শুরু করেন তিনি। কাজ শুরু করলেও তাঁর বিরুদ্ধে ফের দুর্নীতির অভিযোগ তুলেছে তৃণমূল।

জানা গিয়েছে, বৃহস্পতিবার

দুপুরে সভা ডেকেছিলেন প্রধান। কিন্তু একাধিক দুর্নীতির বিষয় নিয়ে অভিযোগ করার পরেও তদন্ত সঠিকভাবে না হওয়া পর্যন্ত কীভাবে প্রধান কার্যালয়ে কাজ করতে পারেন, তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল! এ কারণেই এদিন বিক্ষোভ দেখানোর পাশাপাশি পঞ্চায়েতের কর্মীদেরও ঢুকতে বাধা দেন তাঁরা। তাঁদের অভিযোগ, পঞ্চায়েত প্রধান টগরী ঘোষের স্বামী নীলোৎপল ঘোষের নামে টাকা ঢুকছে লক্ষ্মীর ভাণ্ডার থেকে। পোর্টাল খুললেই দেখা যাচ্ছে

প্রধানের স্বামীর নাম। দীর্ঘ প্রায় চল্লিশ মাস ধরে এই নামে ঢুকছে টাকা। কীভাবে প্রধানের স্বামীর নামে ঢুকছে। টাকা, তা নিয়ে অভিযোগ তুলেছে। ওই পঞ্চায়েতের বিরোধী দল তৃণমূল।।

পঞ্চায়েতের বিরোধী দলনেতা তৃণমূলের রজব মণ্ডল বলেন, দুর্নীতি মামলায় জামিন নিয়ে এসেও দুর্নীতি যেন থামছেই না। এলাকার উন্নয়ন থেমে গিয়েছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার পঞ্চায়েত প্রধান টগরী ঘোষ বলেছেন, তৃণমূলের সমস্ত অভিযোগ ভিত্তিহীন।

See also  রায়নার বাঁকুড়া মোড়ে পথদূর্ঘটনায় মৃত 2

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি