আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

নায়ক শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও—নিজের উপার্জনের ৯০ শতাংশ দান করেন নানা পাটেকর!

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কৃষ্ণ সাহা, কৃষকসেতু নিউজ বাংলা
বলিউডের কিংবদন্তি অভিনেতা হলেও বাস্তব জীবনে তিনি একজন নিঃস্বার্থ মানবদরদী। নিজের উপার্জনের প্রায় ৯০ শতাংশ দান করে অসহায় মানুষের পাশে দাঁড়ান নানা পাটেকর। প্রচারের আলো থেকে নিজেকে দূরে রেখে নিঃশব্দে মানুষের কল্যাণে কাজ করে চলেছেন এই নায়ক।

ইন্ডিয়া টাইমসের এক প্রতিবেদনে জানা গেছে, নানা পাটেকর চাইলে বিলাসবহুল জীবন বেছে নিতে পারতেন। কিন্তু আজও তিনি থাকেন একটি ছোট অ্যাপার্টমেন্টে, মায়ের সঙ্গে। রাজকীয়তা নয়—তিনি বেছে নিয়েছেন সাধারণ, সৎ জীবনের পথ। অনেক সময় নিজেই কাঁচাবাজারে যান সবজি কিনতে। এমন বিনয় ও সরলতা আজকের সমাজে এক বিরল দৃষ্টান্ত।

রাজ কাপুর অ্যাওয়ার্ডে পাওয়া ১০ লক্ষ রুপির পুরো অর্থই তিনি ব্যয় করেন মহারাষ্ট্রের খরাপ্রবণ অঞ্চলের কৃষকদের জন্য। মারাঠওয়াডা এলাকায় আত্মহত্যা করা ৬২ জন কৃষকের পরিবারকে তিনি প্রতি মাসে ১৫ হাজার রুপি করে আর্থিক সহায়তা দেন। শুধু আর্থিক দান নয়—নিজে গিয়ে দেখা করেন, সান্ত্বনা দেন, চেক তুলে দেন বিধবা কৃষক-পত্নীদের হাতে।

দরিদ্র কৃষকদের সহায়তায় তিনি গড়ে তুলেছেন একটি স্বেচ্ছাসেবী সংস্থা, যার মাধ্যমে ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে প্রায় ২২ কোটি রুপি। এই অর্থ খরচ হচ্ছে জলাধারে পানি সরবরাহ, কৃষকদের জীবনে স্বস্তি ফেরানো এবং গ্রামীণ জীবনমান উন্নয়নের কাজে।

নানা পাটেকরের এই মানবিক ভূমিকা আমাদের শেখায়—নায়ক শুধু পর্দায় হয় না, জীবনের বাস্তব মঞ্চেও হতে পারে।
তিনি শুধুই একজন অভিনেতা নন, তিনি আমাদের বিবেকের প্রতিচ্ছবি।

হৃদয় থেকে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা—ভালো থাকুন নানা পাটেকর। আপনি সত্যিই আলাদা।

See also  ধান ঝাড়ার মেশিনে অসাবধানতাবশত পড়নের কাপড় আটকে গুরুতর জখম হলেন এক মহিলা শ্রমিক

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি