আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

স্কুলব্যাগে তাজা বোমা! বোমা উদ্ধারে চাঞ্চল্য

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান:-শুক্রবার পূর্ব বর্ধমান জেলার জামালপুরে বোমা উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। জামালপুর থানার অন্তর্গত অমরপুর বিমলা কৃষি বিদ্যালয় সংলগ্ন একটি পরিত্যক্ত স্থানে একটি স্কুলব্যাগ থেকে উদ্ধার হয় মোট ৯টি তাজা বোমা।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জামালপুর থানার পুলিশ। পরে বর্ধমান থেকে বম্ব স্কোয়াডের একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ও বোম স্কোয়াডের তত্ত্বাবধানে বোমাগুলি নিয়ে যাওয়া হয় জামালপুরের অমরপুর সংলগ্ন বেগরপুর এলাকার দামোদর নদের চরে, সেখানেই বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হয়।

বোমা নিষ্ক্রিয়করণ অভিযানে উপস্থিত ছিলেন পুলিশ, বোম স্কোয়াডের আধিকারিক, স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরা ও দমকল বাহিনী।

কে বা কারা ওই স্কুলব্যাগে বোমাগুলি রেখে গিয়েছিল, তা নিয়ে তদন্ত শুরু করেছে জামালপুর থানার পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, গোটা বিষয়ে গভীর তদন্ত চলছে এবং সমস্ত সম্ভাবনাকে মাথায় রেখেই অনুসন্ধান চালানো হচ্ছে।

See also  আরামবাগ মহকুমার মানচিত্রে একটি দর্শনীয় স্থান হিসেবে নিজের জায়গা করে নিয়েছে এই দ্বিতীয় তারাপীঠ মন্দির।

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি