আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

আবহাওয়ার বিরুপতা ও শ্রমিক ঘাটতির কারণে সংকটে শস্যগোলার বরো চাষিরা

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বাবু সিদ্ধান্ত বর্ধমান 

বহাওয়ার খামখেয়ালি পনার কারণে চরম বিপাকে পড়ে গিয়েছেন শস্যগোলা পূর্ব বর্ধমানের বোরো চাষীরা। সপ্তাহ কাল যাবৎ এক দুদিন অন্তরই হয়ে চলেছে ঝড় বৃষ্টি । তার ফলে জমিতে জমেছে জল। জলে ভাসছে জমিতে কেটে ফেলে রাখা পাকা বরো ধান । আবহাওয়ার খামখেয়ালি পনায় এমন অবস্থা তৈরি হওয়ায় শস্যগোলার চাষিদের মাথায় হাত পড়েগেছে ।লক ডাউন চলায় বেড়েছে চাষীদের ভোগান্তি
।বরো ধান কাটার মরশুমে দেখা দিয়েছে ক্ষেতমজুর সংকট।

বর্ধমানের ১ ব্লকের সরাইটিকর এলাকার চাষি শেখ হারাধন বুধবার বলেন,‘এতকাল ধান কাটর মরশুম শুরু হতেই ভিন জেলা বা ভিন রাজ্য থেকে এই জেলায় চলে আসাতেন পরিযায়ী শ্রমিকরা । কিন্তু এখন লক ডাউন চলায় সেই পরিযায়ী শ্রমিকদের আগমন পুরোপুরি ভাবে বন্ধ রয়েছে। ধান কাটার জন্য হারভেস্টার মেশিনও মিলছে না।হারাধন বাবু জানালেন,সাধারণত
হারভেস্টার মেশিনের চালকরা পাঞ্জাব থেকে আসেন।লক ডাউনে চলাও তাঁরাও আসে পারছেন না।

ফলে বরো ধান জমি থেকে ঘরে তোলা নিয়ে মহাসংকট তৈরি হয়েছে ’।
অন্যদিকে ভাতারের বনপাস পঞ্চায়েত এলাকার চাষি কৃষ্ণকান্ত ঘোষ বলেন , ‘একদিকে প্রকৃতির মার আর অন্যদিকে পর্যাপ্ত কৃষি শ্রমিক কিংবা হারভেস্টার না পাওয়া। এই দুইয়ের যাঁতাকলে পড়ে গিয়ে জেলার বরো চাষীদের এখন প্রাণ ওষ্ঠাগত। মাঠে ধান পেকে গেছে। এই অবস্থায় ধানকেটে ঝেড়ে ঘরে তোলার জন্য না মিলছে ক্ষেতমজুয় না মিলছে হারভেস্টার মেশিন। এমন অবস্থার মধ্যে আবার ঝড় বৃষ্টি লেগেই চলেছে । বরো ধান কাটার ভরা মরশুমে বাধ সেধেছে প্রকৃতি।

 

জেলার কৃষ্ণপুর,বাঘাড়,হলদি,দেপাড়া,
শক্তিগড়, বড়শুল,রায়না , জামালপুর সহ জেলার বিভিন্ন এলাকার চাষীরা বলেন, বুধবার ভোররাত থেকেও মুষলধারে বৃষ্টি হয়েছে। ।তার ফলে বরো ধানের জমিতে জল জমে গিয়েছে । অনেক জমিতে আবার কাটাধান জলে ভাসছে। চাষীরা জানান, এই ভাবে বৃষ্টি হয়ে চললে কাটা ধান আর ঘরে তোলা যাবে না।জল পেয়ে ধানের রঙ নষ্ট হয়ে যাচ্ছে। ধানে অঙ্কুরোদগম হয়ে গেলে ধান আর বিক্রি করায় যাবে না।ফলে চুড়ান্ত আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে বরো চাষিদের ।
রাজ্যের কৃষি উদেষ্টা প্রদীপ মজুমদার এবিষয়ে বলেন, লক ডাউন চলায় একটা সমস্যা তৈরি হেয়েছে ঠিকই ।তবে বরো ধান চাষিদের যাতে সমস্যায় পড়তে না হয় সেই বিষয়টি সরকার দেখছে ।

See also  বর্ধমানের ফাগুপুরে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত ১০, আহত কমপক্ষে ৩৬

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি