আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

দুস্থদের আটা মোড়ক বদল করে বিক্রির প্রস্তুতি: পূর্ব মেদিনীপুরে ১৪ টন অবৈধ আটা বাজেয়াপ্ত, আটক ২

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

পূর্ব মেদিনীপুর, মে ৩১: দুস্থদের জন্য বরাদ্দ সরকারি টন টন আটা মোড়ক বদল করে খোলা বাজারে বিক্রির প্রস্তুতির সময় অভিযান চালিয়ে প্রায় ১৪ টন অবৈধ আটা বাজেয়াপ্ত করেছে প্রশাসন। এই ঘটনাটি পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার মাশুড়িয়া এলাকায় ঘটেছে। গোপন সূত্রে খবর পেয়ে খাদ্য দপ্তর, ডিএবিও (District Agricultural Officer) এবং স্থানীয় মহিষাদল থানার পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। মাশুড়িয়ার একটি অবৈধ গোডাউন থেকে বিপুল পরিমাণ এই আটা উদ্ধার করা হয়। অভিযানের সময় গোডাউনের মালিক সাবির আলি পলাতক থাকলেও, তার ভাই সাদ্দিক আলি এবং তাদের মাকে আটক করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, সরকারি আটা অবৈধভাবে মজুত করে বস্তার মোড়ক পরিবর্তন করে বাজারে বিক্রির প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এই ধরনের অনৈতিক ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

See also  চুরির অভিযোগে তিনজন ব্যক্তিকে হাতেনাতে ধরল পুলিশ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি