দেবাশীষ সিংহ/ নদীয়া।
রান্না করতে গিয়ে গ্যাস সিলিন্ডারে আগুন লেগে অগ্নিকাণ্ডের ঘটনা নদীয়ার শান্তিপুর হরিপুর অঞ্চলের জগদ্ধাত্রীপল্লী এলাকায়। জানা যায় এদিন বাড়ির মহিলারা রান্না করার সময় হঠাৎই সিলিন্ডারে আগুন লেগে যায় এবং তারপর আগুন রীতিমতো ছড়িয়ে পড়ে। প্রথমে বাড়ির লোকজন আগুন নেভানোর চেষ্টা করলে এক যুবক আহত হয় আগুনের কড়াল গ্রাসে। তাকে শান্তিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার খবর পাওয়া মাত্র শান্তিপুর অগ্নি নির্বাপন দপ্তরের আধিকারিকরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও রান্না করার সময় আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান দমকল আধিকারিকদের। পরবর্তীতে ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ এসে পৌঁচ্ছায়। পরিবারের লোকজন জানাচ্ছেন হঠাৎই আগুন লেগে যাওয়ায় তারা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ে এবং আগুন নেভানোর চেষ্টা করতে গেলে ওই বাড়ির এক যুবক আহত হন, তাকে শান্তিপুর হাসপাতালে পাঠানো হয়েছে। দিনে দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরাও।














