আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

যুদ্ধ পরিস্থিতির প্রভাব না পড়লেও, তীব্র গরমে জামালপুরে জল পরিষেবা বন্ধ, প্রশ্নের মুখে পিএইচই- ও জামালপুর ব্লক প্রশাসনের ভূমিকা।

krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কৃষ্ণ সাহা, জামালপুর:-

ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির কোন প্রভাব এখনও পড়েনি পূর্ব বর্ধমানের জামালপুরে। তবুও
জামালপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিপর্যস্ত পিএইচই (PHE) জল পরিষেবা। ভেঙে গুঁড়িয়ে গিয়েছে পিএইচই (PHE)পাইপ লাইন ।

কি ভাবে পাইপ লাইন গুঁড়িয়ে গেল ,কারা পাইপ লাইন গুঁড়িয়ে দিল তার ব্যাখ্যা না মিলেও শুক্রবার সারাদিন জলের হাহাকার ছুটলো জামালপুরের বিস্তির্ণ এলাকায় । জল না নেলায় চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। জামালপুর থানা মোড়ের কাছে থাকা পিএইচই-র গুরুত্বপূর্ণ পাইপলাইন ভেঙে গুঁড়িয়ে গেলেও প্রশাসনের নড়া চড়া তেমন কিছু ছিল না বললেই চলে। দুপুর গড়াতেই জলের হাহাকার ছুটে যায়।

প্রচণ্ড গরমে জল পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। গৃহস্থালীর কাজ থেকে শুরু করে পানীয় জলের অভাব তীব্রভাবে অনুভূত হচ্ছে। স্থানীয় বাসিন্দারা অবিলম্বে জল পরিষেবা স্বাভাবিক করার দাবি জানিয়েছেন এবং কারা এই ভাঙচুরের পেছনে দায়ী, তা খুঁজে বের করে শাস্তির দাবি তুলেছেন।

এই পরিস্থিতিতে পিএইচই-র ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। একদিকে যখন যুদ্ধ পরিস্থিতির কোনও সরাসরি প্রভাব এলাকায় নেই, তখন কেন এবং কারা জল সরবরাহের মতো একটি জরুরি পরিষেবার পাইপলাইন ভেঙে দিল, তা খতিয়ে দেখা প্রয়োজন। দ্রুত পাইপলাইন মেরামত করে জল সরবরাহ স্বাভাবিক করাই এখন প্রশাসনের প্রধান কাজ।

See also  এক ঝলকে দেখে নিন পূর্ব বর্ধমানের আজকের করোনা আক্রান্তের সংখ্যা

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি