গাছ কাটায় বাধা দিতেযাওয়া বন কর্মীদের উপর হামলা চালানোর অভিযোগে গ্রেফতার হল দুই হামলাকারী । ধৃতদের নাম ঠাকুর সরেন ও ঠাকুর মুর্মু। পূর্ব বর্ধমানের আউশগ্রাম থানার উপরডাঙায় তাঁদের বাড়ি। আউশগ্রাম থানার পুলিশ শুক্রবার রাতে তাদের গ্রেফতার করেছে । শনিবার ধৃতদের পেশ করা হয় বর্ধমান আদালতে । সিজেএম রতন কুমার গুপ্তা ধৃত দু‘জনকেই বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে সোমবার ফের আদালতে পেশের নির্দেশ দিয়েছেন ।
পুলিশ জানিয়েছে, আউশগ্রাম থানার উপরডাঙায় বননবগ্রাম স্বাস্থ্য কেন্দ্রের পিছনে বন দপ্তরের অনেক গাছ রয়েছে । সেখানকার বেশকিছু গাছ কেটে নিচ্ছিল ঠাকুর মুর্মু। এই খবর পেয়ে শুক্রবার সকালে ফরেস্ট গার্ড প্রসেনজিৎ শিকদার দপ্তরেরই এক দিনমজুরকে সঙ্গে নিয়ে সেখানে যান। তারা ঠাকুর মুর্মুকে গাছ কাটা বন্ধ করার কথা বলেন । অভিযোগ তাতে ক্ষিপ্ত হয়ে ঠাকুর মুর্মু ও ঠাকুর সরেন বনদপ্তরের আধিকারিকদের কুড়ুল নিয়ে তাড়া করে। প্রাণে মেরে দেবারও হুমকি দেয় ।
এই খবর পেয়ে বিট অফিসের কয়েকজন কর্মী সেখানে পৌছালে । তখন ঠাকুর এদং তাঁর ওই সহযোগী বিট অফিসের কর্মীদের মারধোর করে । বিট অফিসার আসরাফুল ইসলাম ঘটনার সবিস্তার জানিয়ে ওই দিনই থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে সরকারি কর্মীকে কাজে বাধা দান, মারধর ও ফরেস্ট অ্যাক্টে মামলা রুজু করে আউশগ্রাম থানার পুলিশ দু‘জনকে গ্রেফতার করে।