আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বাংলার বাড়ির উপভোক্তার কাছে ১০ হাজার টাকা কাটমানির দাবি-কাঠগড়ায় তৃণমূলের পঞ্চায়েত প্রধান

By Pradip Chatterjee

Published :

WhatsApp Channel Join Now

আবাসে ’থ্রেট কালচার’ বা টাকা চাওয়া বন্ধ করতে কড়া নির্দেশ রয়েছে নবান্নের।তার পরেও ’বাংলার বাড়ি’ প্রকল্পে সরকারী অনুদান পাওয়া এক দরিদ্র উপভোক্তার কাছে ’কাটমানি’ চাওয়ার অভিযোগ উঠলো খোদ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে।মুখ্যমন্ত্রীর নিষেধ মেন উপভোক্তা ফুলন বিবি শেখ কোন টাকা না দিয়ে প্রশাসনের দ্বারস্থ হন।তার কারণে উপভোক্তার নির্মীয়মান বাড়ির দেওয়ালের একাংশ ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছেে ওই পঞ্চায়েত প্রধানের অনুগামীদের বিরুদ্ধে।এমন ঘটনা সামনে আসার পরেই নড়ে চড়ে বসেছে পূর্ব বর্ধমানের মেমারি ১ ব্লক প্রশাসন ও মেমারি থানা

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,উপভোক্তা ফুলন বিবি শেখের বাড়ি মেমারি ১ নম্বর ব্লকের দেবীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সীতারাম বাটি গ্রামে।ইতিমধ্যেই তিনি ’বাংলার বাড়ি’ প্রকল্পেপ্রথম কিস্তির ৬০ হাজার টাকা পেয়েছেন।ব্লকের বিডিও’র কাছে দায়ের করা অভিযোগে ফুলন বিবি শেখ জানিয়েছেন,তিনি ’বাংলার বাড়ি’ প্রকল্পে প্রথম কিস্তির টাকা পাওয়ার পর তাঁর কাছে ১০ হাজার টাকা চান দেবীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক সরকার।কিন্তু তিনি টাকা দিতে রাজি হন না।

তার পরেই তিনি পুকুর বুজিয়ে বাড়ি করছেন বলে অভিযোগ এনে নোটিশ পাঠিয়ে তাঁর বাড়ি তৈরীর কাজ বন্ধ করে দেওয়া হয়। এমনকি তাঁকে পঞ্চায়েত প্রধান ও প্রধানের এক অনুগামী হুমকি দেন।এরপর তাঁর নির্মীয়মান বাড়ির একাংশ ভেঙে দেওয়া হয় বলে উপভোক্তা ফুলন বিবি শেখ অভিযোগ করেছেন ।

ফুলন বিবি শেখ এও জানিয়েছেন ,সরকারী খাস জমিতেই তিনি পরিবার নিয়ে বসবাস করেন। তাঁর মতই গ্রামের আরও দু’জন সরকারী খাস জমিতে বসবাস করেন । তাঁরাও ’বাংলার বাড়ি’ পেয়েছেন।একই পুকুর পাড়ে তারাও বাড়ি তৈরি করছেন।
কোন কারণে তাদের বাড়ি তৈরিতে বাধা দেওয়া হয় নি। কিন্তু তিনি পঞ্চায়েত প্রধানকে ১০ হাজার টাকা দেন নি বলে তাঁর বাড়ি তৈরির কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। ব্লক প্রশাসন এর বিহিত না করলে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে সবিস্তার জানাবেন বলে ফুলন বিবি শেখ জানিয়েছেন।

See also  রাজ্যে কোভিড বিধিনিষেধের সময়সীমা বাড়ল ৩০ আগস্ট পর্যন্ত

দেবীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক সরকার যদিও উপভোক্তা ফুলন বিবি শেখের আনা সব সব অভিযোগই অসত্য বলে দাবি করেছেন।এ নিয়ে তাঁর সাফাই “তিনি গোষ্ঠীদ্বন্দ্বের শিকার হয়েছেন। তাকে কালিমালিপ্ত করতেই এই ধরনের কথা বলা হচ্ছে। টাকা চাওয়ার অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা।“একই সঙ্গে প্রধান বলেন,ফুলন বিবি শেখের বাড়িটি যে জায়গাতে বাড়ি ছিল তা নিয়ে কোন সমস্যা ছিলনা। এখন ওই উপভোক্তা তার বাড়ির কাছের একটা পুকুরের কিছুটা অংশ বুজিয়ে সেই জায়গা দখল করে বাড়ি করছিলেন।

তা নিয়ে স্থানীয়রা তাঁর কাছে অভিযোগ জানান। সেই অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পরিদর্শনে যান। স্থানীয়দের আনা অভিযোগের সত্যতা থাকায় তিনি ফুলন বিবি শেখ কে পুকুর না বুজিয়ে আগে যে জায়গাতে বাড়ি ছিল, সেখানেই বাড়ি করার কথা বলে আসেন । কিন্তু তাঁর কথা ফুলন বিবি শেখ শোনেন না । তার কারণেই ফুলন বিবি শেখকে
পঞ্চায়েত থেকে নোটিশ করা হয়েছে“

মেমারি ১ ব্লকে বিডিও শতরুপা দাস জানিয়েছেন,দেবীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার এক উপভোক্তার আনা অভিযোগের ভিত্তিতে আমরা ব্লক প্রশাসনের তরফে তদন্ত কমিটি গঠন করি ।তদন্ত কমিটি গোটা বিষয়টি নিয়ে তদন্ত করে আমাকে রিপোর্ট জমা দেয় । সেই রিপোর্ট আমি জেলা প্রশাসনের কাছে পাঠিয়ে দিয়েছি। জেলা প্রশাসন যা নির্দেশ দেবে সেই মত পদক্ষেপ গৃহীত হবে ।

Pradip Chatterjee

Senior Reporter Jamalpur, Purba Bardhaman. প্রদীপ চ্যাটার্জী কৃষকসেতু নিউজ বাংলার সিনিয়র কনটেন্ট রাইটার। বিগত ১০ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশায় যুক্ত।