আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

বাঁকুড়া-হাওড়া নতুন কর্ডলাইন সংযোগ: দূরত্ব কমবে ৫০ কিমি, বিস্তারিত জেনে নিন

By I amPalash

Updated :

WhatsApp Channel Join Now

বাঁকুড়া-মশাগ্রাম রেললাইন এবং পূর্ব রেলের বর্ধমান কর্ড লাইন সংযোগের কাজ শেষ পর্যায়ে। বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ জানিয়েছেন, শীঘ্রই এই প্রকল্পের উদ্বোধন হবে।

২. বর্তমান সমস্যা এবং সমাধান:

বর্তমানে বাঁকুড়া থেকে কলকাতা যাওয়া সময়সাপেক্ষ এবং দুরূহ। খড়গপুর হয়ে যাত্রায় প্রায় ৬ ঘণ্টা সময় লাগে। সিগন্যালের সমস্যা হলে সময় আরও বেড়ে যায়। নতুন সংযোগ এই সমস্যার সমাধান করবে।

৩. দূরত্ব কমানোর প্রভাব:

  • বর্তমান দূরত্ব: বাঁকুড়া থেকে হাওড়া যেতে ২৩১ কিমি পথ পাড়ি দিতে হয়।
  • নতুন সংযোগ: বাঁকুড়া-মশাগ্রাম হয়ে দূরত্ব কমে হবে ১৮৫ কিমি।
  • আদ্রা থেকে হাওড়া: বর্তমান ২৮৫ কিমি দূরত্ব কমে দাঁড়াবে ২৩৯ কিমি।

দীর্ঘ ৯ বছরের প্রচেষ্টায় এই প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। সংযোগের ফলে সোনামুখী, ইন্দাস এবং পাত্রসায়র ব্লকের মানুষ উপকৃত হবেন।

৫. যাত্রীদের প্রতিক্রিয়া:

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, নতুন সংযোগ চালু হলে সকালে কলকাতা গিয়ে সন্ধ্যায় ফিরে আসা সহজ হবে। প্রায় ২ ঘণ্টার যাত্রা কমে যাবে, যা যাত্রীদের সময় এবং খরচ বাঁচাবে।

See also  স্বাস্থ্যবিধি মেনে এবার গাজন উৎসব হবে বিষ্ণুপুরের ডিহর ষাঁড়েশ্বর গাজন উৎসব