আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

রায়না ব্লকে কন্যা সন্তানের জন্ম উদযাপন: মিড ডে মিলে বিশেষ পদ

krishna Saha

Updated :

WhatsApp Channel Join Now

বর্তমানে নারী ও পুরুষ সমান অধিকারের অধিকারী হলেও, সমাজের বিভিন্ন অংশে কন্যা সন্তানকে অবহেলার দৃষ্টিতে দেখা হয়। তবে রায়না ব্লকের লোহাই এলাকার বাসিন্দা কাশীনাথ কুন্ডুর পরিবার এই চিরাচরিত মানসিকতার বাইরে গিয়ে কন্যা সন্তানের জন্ম উদযাপনের এক ব্যতিক্রমী উদাহরণ স্থাপন করেছে।

কন্যা সন্তানের জন্মের আনন্দ উদযাপন

সম্প্রতি কাশীনাথ কুন্ডুর পরিবারের একমাত্র পুত্রের স্ত্রীর কন্যা সন্তান জন্ম গ্রহণ করায় পরিবারে আনন্দের ঝলক দেখা যায়। সমাজে কন্যা সন্তানের গুরুত্ব তুলে ধরতে এবং ছেলে-মেয়ের সমান অধিকারের বার্তা পৌঁছে দিতে, কাশীনাথ বাবু মিড ডে মিলের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য বিশেষ খাবারের আয়োজন করেন।

মিড ডে মিলের বিশেষ মেনু

উক্ত অনুষ্ঠানে খাবারের তালিকায় ছিল:

  • ভাত
  • পোস্ত
  • মুরগির মাংস
  • চাটনি
  • রসগোল্লা

এই ব্যতিক্রমী উদ্যোগ ছাত্রছাত্রীদের মধ্যে আনন্দ উচ্ছ্বাসের সঞ্চার করে।

অনুষ্ঠানে আমন্ত্রিত ব্যক্তিবর্গ

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়না ৩ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক দেবব্রত বন্দ্যোপাধ্যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিজিৎ ভট্টাচার্য, এবং রায়না ২ ব্লকের মিড ডে মিল আধিকারিক চন্দন সরকার।

সমাজে কন্যা সন্তানের মূল্য ও বার্তা

এই উদ্যোগের মাধ্যমে কাশীনাথ বাবু ও আদর্শ বাবু সমাজে কন্যা সন্তান জন্মের বিশেষ বার্তা প্রদান করেন। তারা জানান, পরিবারে কন্যা সন্তানের জন্ম তাদের গর্বিত করেছে এবং বর্তমান সমাজে ছেলে-মেয়ের সমান অধিকার বজায় রাখার গুরুত্বের উপর আলোকপাত করেছেন।

সমাজে নারী-পুরুষের সমান অধিকারের বার্তা প্রেরণের জন্য কন্যা সন্তানের জন্ম উদযাপন একটি উজ্জ্বল উদাহরণ। কাশীনাথ কুন্ডুর পরিবার তাদের উদ্যোগের মাধ্যমে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে, যা সমাজে কন্যা সন্তানের প্রতি ইতিবাচক মনোভাবের প্রসার ঘটাবে।

See also  পঞ্চায়েতের সদ‍স‍্যার উপর দুষ্কৃতি হামলার অভিযোগ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি