কৃষ্ণ সাহা, বর্ধমান :- বর্ধমান পৌরসভার এমসিআইসির উদ্যোগে বর্ধমান শহরে ১৮ নম্বর ওয়ার্ডে সতর্কতামূলক প্রচার করা হয় বর্ধমান শহর ১৮ নম্বর ওয়ার্ডে গোলা হাট থেকে শুরু হয় ওয়ার্ডে বিভিন্ন জায়গায় এই সচেতনতা বার্তা নিয়ে একটি রেলির আয়োজন করা হয় মূল বার্তা থাকে, যেখানে সেখানে আবর্জনা ফেলবেন না, এবং যে সমস্ত বাড়ির নোংরা আবর্জনা থাকবে সেটা নির্দিষ্ট জায়গায় নিজের বাড়িতে বালতিতে রেখে সাফাই কর্মীরা এসে তাদের কাছে তুলে দেবেন যাতে কোন রকম না বাড়ে যদিও এ বছরে খুব একটা বেশি ডেঙ্গু আক্রান্ত দেখা যায়নি বর্ধমান শহরে মানুষ আগে থেকে অনেকটা সতর্ক হয়েছে তাই প্রশাসনের পক্ষ থেকে বর্ধমান শহরে ১৮ নম্বর ওয়ার্ডে সতর্কমূলক প্রচার করা হয়।
র্যালিতে সামনে সারিতে ছিলেন এমসিআইসি তথা ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ রহমান এবং ওয়ার্ডের অন্যান্য মহিলা রা তার পাশাপাশি প্রদীপ রহমান জানান বর্ধমান শহরে বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে যেখানে বেশ কিছু মানুষ নোংরা আবর্জনা ফেলে দিচ্ছেন তার জন্য সিসি ক্যামেরা লাগানো হয়েছে সিসি ক্যামেরায় ধরা পড়লেই সঙ্গে সঙ্গে তার ফাইন করা হচ্ছে। যদিও আগে থেকে অনেকটাই মানুষ সচেতন হয়েছে