আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মাধবডিহি থানার পুলিশের মানবিক মুখ

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

কৃষ্ণ সাহা :- আজকাল বিভিন্ন ক্ষেত্রে প্রশ্ন ওঠে পুলিশের ভূমিকা নিয়ে। নানান প্রতিকূল পরিস্থিতি পেরিয়ে কাজও করতে হয় তাঁদের। ঝড় বৃষ্টি হোক কিংবা তীব্র কাঠফাটা গরম নিজেদের কর্তব্যে অবিচল পুলিশকর্মীরা। সেই সূত্র ধরে এবার পূর্ব বর্ধমান জেলায় দেখা গেল পুলিশের এক মানবিক মুখ। যা জানলে পুলিশের প্রতি ভয় নয়, শ্রদ্ধা জন্মাবে আপনার মনেও।


পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত মাধবডিহি থানার পুলিশের মানবিক মুখ ধরা পড়লো জনসমক্ষে। দিন দুয়েক আগে মাধবডিহি থানার অন্তর্গত চক চন্দন বাজার এলাকায় এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখতে পাওয়া যায়। ওই মহিলাটি মানুষজন দেখার পরই এদিক ওদিক ছুটতে থাকেন। এই অবস্থায় এলাকার মানুষজন কিছু বুঝতে না পেরে, তড়িঘড়ি মাধবডিহি থানা বড়বাবু পঙ্কজ নস্করকে খবর দেন।

খবর পাওয়া মাত্রই মাধবডিহি থানা বড়বাবু পঙ্কজ নস্করের নেতৃত্বে বিশাল পুলিশ ওই এলাকায় গিয়ে মানসিক ভারসাম্যহীন মহিলাকে মাধবডিহি থানায় তুলে নিয়ে আসে। তারপর তাকে পুরো একদিন ধরে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। কোন রকমে তার কাছ থেকে জানতে পারা যায় যে, ওই মহিলার বাড়ি বাঁকুড়া জেলার ইন্দাস থানার অন্তর্গত মাদ্রায়। নাম পূর্ণিমা মাঝি। অবশেষে মাধবডিহি থানার পুলিশের পক্ষ থেকে ওই ভারসাম্যহীন মহিলাকে তার বাড়িতে পৌঁছে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। জানা যায় মহিলার দুই সন্তান। এক মেয়ে এবং এক ছেলে। ছেলে থাকে মাদ্রায় আর মেয়ে বর্ধমানে থাকেন। বর্ধমান থেকে আসার পথেই কোনো ভাবে হারিয়ে যান ওই মহিলা। পুলিশের এই কাজের খুশি ওই বৃদ্ধার পরিবারের সকলে।

See also  স্বাস্থ্যবিধি মেনে এবার গাজন উৎসব হবে বিষ্ণুপুরের ডিহর ষাঁড়েশ্বর গাজন উৎসব

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি