আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

মায়ের হাত ধরে স্পেনের বার্সেলোনা পাড়ি অনাথ সোমের

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

বছরখানেক আগে পশ্চিম মেদিনীপুর জেলার রেল শহর খড়্গপুরের খড়গপুর স্টেশন থেকে উদ্ধার হয়েছিল সাড়ে পাঁচ বছর বয়সের সোম কে। এই সোম কে কেউ ফেলে দিয়ে গিয়েছিল স্টেশনে।পরে জিআরপি এবং পুলিশের তত্ত্বাবধানে চাইল্ড লাইনের হাত ধরে সোমের ঠাঁই হয় হোমে।যদিও তার ছবি সম্মিলিত ডাটা দিয়ে বিজ্ঞাপন দিয়েছিল child লাইন কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসন যাতে তার বাবা-মা তাকে ফিরে পায়।কিন্তু তাতে সুবিধে হয়নি।

তবে এবার সোম যাচ্ছে স্পেনে। তাও আবার উড়োজাহাজে করে।প্রসঙ্গত উল্লেখ্য,পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর হোম থেকে প্রতিবছরই দত্তক নেওয়া বাচ্চা সংখ্যা বাড়ছে।ইতিমধ্যে মোট ৬২টি শিশু দত্তক নিয়েছে বিভিন্ন দেশের এবং রাজ্যের মানুষজন।জেলা প্রশাসনের হাত ধরে সেই বাচ্চাগুলো নির্বিঘ্নে পৌঁছে গেছে তার বাবা-মায়ের কাছে।এই সোম কে দত্তক নেওয়ার জন্য আবেদন দিয়েছিল হোম কর্তৃপক্ষ।সেই সূত্র ধরে স্পেনের বার্সেলোনা থেকে হাজির হলেন এক সিঙ্গেল মাদার।

তিনি দায়িত্ব নিলেন বছর ছয়ের এই সোমের।মূলত স্পেনের বার্সেলোনাতে বসবাস কারী মেরিটক্সেল রোসিচ গিমেজ(Meritxell Rosich Gimenez)ওরফে চেরি একজন সিঙ্গেল মাদার।বছর ৪৭ এর এই মহিলা একটি কোম্পানিতে ডিরেক্টর পদে রয়েছেন।বহুদিন ধরে তিনি চেয়েছিলেন একটি বাচ্চা দত্তক নেওয়া।সেই মোতাবিক তিনি আবেদন দিয়েছিলেন।অবশেষে সমস্ত সরকারি নিয়ম-কানুন মেনে এদিন জেলাশাসকের হাত ধরে সোম পাড়ি দিল স্পেনের উদ্দেশ্যে।

See also  পাড়ার কলে জল নিতে যাওয়ার দশম শ্রেণীর ছাত্রী কে কুটুক্তি করার অভিযোগ উঠলো পাড়ার যুবকের বিরুদ্ধে

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি