আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

জৈষ্ঠ মাসে শেষ মঙ্গলবারে সংসারের মঙ্গল কামনায় ব্রতীদের ভীর মা মহামায়া মন্দিরে

By krishna Saha

Published :

জৈষ্ঠ মাসে শেষে
WhatsApp Channel Join Now

দেবনাথ মোদক,বাঁকুড়াঃ-

জৈষ্ঠ মাসের শুরু থেকে সংক্রান্তি অবধি যে কয়েকটি মঙ্গলবার পরে প্রতিটি জয় মঙ্গলবার ব্রত হিসাবে পালন করে থাকেন মহিলারা। কুমারী এবং সধবা উভয়েই জয় মঙ্গলবার ব্রত পালন করে থাকে।

পূজা মাত্রই ব্রত, ব্রত মাত্রেই সংকল্প প্রধান। পৌরাণিক প্রথা অনুযায়ী ব্রতধারণ দ্বারা আত্মার প্রসন্নতা হয়, চিত্তের সংযম অভ্যাস হয়, ইষ্টের প্রতি একাগ্র ভক্তি এবং সমুদয়, নর-নারীর প্রতি উদার ভাব জাগ্রত হয়। বাড়ির গৃহলক্ষ্মীরা স্বামী-পুত্র সহ পরিবারের সুখ কামনায় নানাবিধ পুণ্যকর্ম করে গৃহের অশেষ মঙ্গলসাধনের জন্য সারাবছর একাধিক ব্রত করে থাকেন।

সেই মতোই জৈষ্ঠ মাসে শুরু থেকে সংক্রান্তি পর্যন্ত মাসের প্রতিটি মঙ্গলবার “জয় মঙ্গলবার” মঙ্গলচন্ডীর ব্রত করে থাকেন তাঁরা। সেই মতোই আজ জৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবারে বাঁকুড়ার মহামায়া মন্দিরে পুত্রকন্যা স্বামী এবং পরিবারে কল্যান কামনায় পুজো দিতে হাজির হয়েছিলেন মহিলারা। পুজো শেষে তারা জানান, জ্যৈষ্ঠ মাসে প্রতি মঙ্গলবার মা মহামায়ার পুজো করা হয়। আজ মাসের শেষ মঙ্গলবারে সকালে স্নান করে মহিলারা মা মহামায়ার কাছে পুজোর ডালা সাজিয়ে মন্দিরে এসে মায়ের পুজো দেয়।

এর জন্য সারাদিন উপোস থাকা হয়। যেহেতু এটা শেষ মঙ্গলবার তাই একে অপরের সিঁথিতে সিঁদুর দিয়ে একে অপরের স্বামীর মঙ্গল হয় সেটাও কামনা করা হয়। যেখানে বাঁকুড়ায় তাপমাত্রা ৪৪ ডিগ্রির কাছাকাছি সেখানে পরিবারের মঙ্গল কামনায় গরমকে উপেক্ষা করে আমরা এই ব্রত করে থাকি। কেননা আমরা কারো মা আবার কারো স্ত্রী।

See also  দিলীপ ঘোষের রোড শো ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল বর্ধমান

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি