আবহাওয়া দক্ষিণবঙ্গ শিক্ষা লাইফ স্টাইল স্বাস্থ্য ভ্রমন ধর্ম কৃষি কাজ ক্রাইম

নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক রায় হাইকোর্টের বাতিল ৬৪০ জনের চাকরি

By krishna Saha

Published :

WhatsApp Channel Join Now

এসএসসি নিয়ে বিরাট রায় দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ! ২০১৬ নিযোগ প্রক্রিয়ার গোটা প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছে আদালত। প্রায় সাড়ে তিনমাস শুনানির পরে অবশেষে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার রায় জানালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। এসএসসির গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম ও একাদশ-দ্বাদশের নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে।আদালতের নির্দেশ মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে কোনও চাকরি বৈধ নয়। ডিভিশন বেঞ্চ জানিয়েছে মোট ২৪ হাজার ৬৪০ জনের চাকরি বাতিল করা হচ্ছে।

মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে যাঁরা চাকরি পেয়েছিলেন, চার সপ্তাহের মধ্যে টাকা ১২ শতাংশ সুদ-সহ ফেরত দিতে হবে তাঁদের আর ছয় সপ্তাহের মধ্যে এব্যাপারে ডিআই ও জেলাশাসকদের রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।এদিন রায়দান হয় মোট নটি ইস্যুতে। রায়ে আদালত জানিয়েছে, সিবিআই নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত চালিয়ে যেতে পারবে। হাইকোর্টের নির্দেশে ২০১৬-র নিয়োগ প্যানেল পুরোটাই বাতিল করে দিয়েছে হাইকোর্ট। সব ওএমআর আপলোড করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি গাজিয়াবাদ থেকে উদ্ধার হওয়া হার্ডডিক্সকেও বৈধতা দেওয়া হয়েছে হাইকোর্টের রায়ে। আদালতের এই রায়ে কার্যত্য ভোটের মুখে দুর্নীতি নিয়ে বড় ধাক্কা খেল তৃণমূল পরিচালিত রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেট বাড়তি যেসব পদ তৈরি করেছিল, তাও বাতিল করেছে হাইকোর্ট।

এই বতিলের মধ্যেও সোমা দাস নামে একজনকে মানবতার খাতিরে চাকরি দেওয়া হয়েছি, একমাত্র তার চাকরিই রয়েছে।এদিকে, এসএসসি-র রায় নিয়ে রাজ্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে। রাজ্যের দাবি, কেন্দ্রীয় তদন্তকারীদের সংস্থায় যত সংখ্যক বেআইনি নিয়োগ হয়েছে সেগুলি বাতিল করতে পারত, পুরো নিয়োগ কেন বাতিল করা হল? সেই কারণেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে রাজ্য। এসএসসি-র তরফে সাংবাদিক বৈঠক করা হবে আজ কিছুক্ষণেই। ইতিমধ্যেই স্কুল শিক্ষা দফতর আইনজীবীদের সঙ্গে কথা বলেছে এই বিষয়ে। পুরো রায়-এর কপি পেলেই মুভ করা হবে বলে সূত্রের খবর।

See also  উল্টে যাওয়া মাছের গাড়ি থেকে উদ্ধার হল বস্তায় ভর্তি চার শতাধীক কচ্ছপ

krishna Saha

আমার নাম কৃষ্ণ কুমার সাহা, আমি ফুল টাইম সাংবাদিকতা করি।গত ৮ বছর ধরে এই পেশায় আছি