নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান:-পূর্ব বর্ধমান জেলার গলসিতে পূজো দিয়ে প্রচার সারেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। পূজো দেওয়ার পাশাপাশি দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে পূজো দিতে আসা সাধারণ মানুষের সাথে জনসংযোগও করেন তিনি।
মঙ্গলবার সৌমিত্র খাঁ গলসি দুই ব্লকে ইশান মা চন্ডীতলায় পৌঁছে তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল এর উদ্দেশ্যে কটাক্ষ করে বলেন, উনি কতটা মানুষের সঙ্গে থাকেন জানি না, সৌমিত্র খাঁ এর নাম নিয়ে এগিয়ে যেতে চাইছেন। শেষে সাপ মারতে গিয়ে শিবকেও মেরেছে।
এছাড়াও সৌমিত্র আরও বলেন,এটা কোনো ব্যাক্তি লড়াই নয়, এটা তৃণমূল কংগ্রেস বনাম ভারতকে শক্তিশালী করার লড়াই,আমরা ভারত বর্ষের শক্তিশালীর পক্ষে। আবার তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে সুজাতার উদ্দেশ্যে বলেন তিনি চোরেদের দলে প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছেন।