প্রার্থী ছাড়াই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছবি নিয়েই ‘অধিকারী পাড়ায়’ প্রচারে নামল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। প্রার্থী ঘোষণা হয়নি এখনও, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়েই তাই অধিকারী পাড়ায় প্রচারে নামল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।এদিকে বিজেপির পক্ষ থেকে কাঁথি লোকসভা কেন্দ্রে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই, তথা শিশির অধিকারীর পুত্র সৌমেন্দু অধিকারী।
শনিবার রাতে নাম ঘোষণা হতেই কাঁথি শহরে বিভিন্ন এলাকায় মোদিজি নামাঙ্কিত পোস্টার লাগিয়ে প্রচার শুরু করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী।এর কয়েক ঘন্টা কাটতে না কাটতেই রবিবার সন্ধ্যায় কাঁথি শহরে বিভিন্ন এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায় ছবি পোস্টার দিয়ে প্রচার শুরু করল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।
প্রচারের অগ্রভাগে নেতৃত্ব দেন কাঁথি পুরসভা পুরপ্রধান ও কাঁথি সংগঠনিক জেলার যুব তৃণমূলের সভাপতি সুপ্রকাশ গিরি। কাঁথি শহরের একাধিক দোকান ও বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে দেন তিনি। তৃণমূল প্রতীকে ভোট দেওয়ার জন্য জনগণকে আবেদনও জানান। এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন কাঁথি শহর যুব তৃণমূলের সভাপতি সুরজিত নায়ক, কাউন্সিলর তনুশ্রী চক্রবর্তী, রুমা মণ্ডল সহ অন্যান্য নেতৃত্বরা।