শীতের মরশুমে বিক্ষিপ্ত অকাল বর্ষণ। ক্ষতির আশঙ্কায় জেলার আলু চাষিরা। রাজ্যের মধ্যে পূর্ব বর্ধমানের পরিচিতি শস্যভাণ্ডার হিসেবে। তবে ধান ছাড়াও এই জেলায় চাষ হয় অন্যান্য নানা ফসলও। যার মধ্যে অন্যতম আলু।জেলার একটা বড় অংশে আলু চাষ করা হয়।
পূর্ব বর্ধমান জেলার পুর্বস্থলী দু’নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকায় পোখরাজ আলুর চাষ হয়। যার মধ্যে রয়েছে বিশ্বরম্ভা, সরডাঙ্গা, ধিতপুর-সহ বিভিন্ন এলাকা। তবে এবার আলু চাষে দুশ্চিন্তার মেঘ চাষিদের কপালে।গত শীতে নিম্নচাপ, পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃষ্টিপাত হয়েছে। শীতের মরশুমে অকাল বর্ষণের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে আলু চাষ।
আবহাওয়ার খামখেয়ালিপনার জন্য অধিকাংশ আলু গাছেই ধসা লেগেছে। ফলে অন্যান্য বারের তুলনায় আলুর ফলন একেবারে তলানিতে ঠেকেছে। স্বভাবতই ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন এই এলাকার কৃষকেরা।