আইনি বাঁধা কাটতেই গ্রেপ্তার হল সন্দেশখালির শেখ শাহজাহান। ৫৫ দিন অধরা থাকার পর বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করল পুলিশ। শাহজাহান গ্রেফতার হতেই সন্দেশখালির ২৩টি এলাকায় ১৪৪ ধারা জারি।
সন্দেশখালির আকুঞ্জিপাড়া থেকে গ্রেফতার করা হল তাঁকে।বসিরহাট লকআপে রয়েছে শেখ শাহজাহান। শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়লেন শেখ শাহজাহান। মোতায়েন রয়েছেন প্রচুর পুলিশ আধিকারিক। রয়েছেন মহিলা পুলিশও।
গার্ডরেল বসানো হয়েছে। একাধিক পুলিশ কর্তা বসিরহাট মহকুমা আদালতে আসতে শুরু করেছেন। এক প্রকার নিরাপত্তার ঘেরাটোপে বসিরহাট।