শুক্রবার থেকে সারা রাজ্যে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। সকাল থেকে সারা রাজ্যের পাশাপাশি আরামবাগ মহকুমা এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে আসার চরম ব্যস্ততা চোখে পড়ল।হুগলি গ্রামীণ পুলিশ জেলার আকাশ ঘন কুয়াশার চাদরে মোড়া আর তারমধ্যে জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে পরীক্ষাকেন্দ্রের পথে পরীক্ষার্থীরা।কড়া পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে পরীক্ষাকেন্দ্রগুলিকে।
যানজট মোকাবিলায় সকাল থেকেই তৎপর আরামবাগ ট্রাফিক পুলিশ । পুলিশি সহায়তা কেন্দ্র পরীক্ষা কেন্দ্রের নিকটবর্তী মোড়ে ছিল যাতে পরীক্ষার্থীরা কোন অসুবিধার সম্মুখীন না হয়।এসডিপিও আরামবাগ সুপ্রভাত চক্রবর্তীর নেতৃত্বে বিভিন্ন থানার পুলিশ ঘুরে দেখলেন সকল পরীক্ষাকেন্দ্র, কথা বললেন পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের সাথে। সাথে সাথেই পরীক্ষার্থীদেরকে বিভিন্নভাবে সংবর্ধনা জানানো হলো SDPO এর নেতৃত্বে। পুলিশের এমন উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন অভিভাবক থেকে সাধরণ মানুষ।