কৃষ্ণ সাহা:- রায়না :- লরির ধাক্কায় মৃত স্কুল ছাত্রী। আটক লরি সহ চালক। মৃত ছাত্রীর নাম পারভিন সুলতানা, বাড়ি রায়না থানার অন্তর্গত মাঠ নুরপুর গ্রামে। মৃত ওই ছাত্রী পলাশন বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করতো।স্কুলের পঠন পাঠনের পর বাড়ি ফিরছিল ওই ছাত্রী। বর্ধমান আরামবাগ রাজ্য সড়কের পলাশন আদিবাসী পাড়া সন্নিকট দুই অভিমুখে দুটি লরি যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।
বর্ধমান অভিমুখী একটি লরি ওই ছাত্রীর সাইকেলে ধাক্কা দেয়। নিয়ন্ত্রণ হারিয়ে ছাত্রীসহ সাইকেলটি রাস্তার উপরেই পড়ে যায়। এলাকাবাসী ও রায়না থানার পুলিশ গুরুতর আহত ছাত্রটিকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজে পাঠালে ডাক্তারবাবু মৃত বলে ঘোষণা করেন ওই ছাত্রীকে। এলাকার শোকের ছায়া নেমে আসে। রায়না থানার পুলিশ ঘাতক লরি সহ লরি চালককে আটক করেছে।