দুটি ট্রাক্টরকে পরপর ধাক্কা চারচাকা গাড়ির, সংঘর্ষে গুরুতরা আহত ২,
দুর্ঘটনাটি ঘটে এদিন বৃহস্পতিবার ২১শে সেপ্টেম্বর আনুমানিক সময় সন্ধ্যা সাতটা নাগাদ মেমারির থানার অন্তর্গত দেবীপুর থেকে মেমারী যেতে কালশি মোর পার হয়ে একটি রাইস মিলের কাছে।
স্থানীয় সূত্রে ও ট্রাক্টরের চালকের কথায় জানা যায় যে দুটি ট্রাক্টর হুগলি জেলার বৈঁচির ভোঁপুর এলাকা থেকে শবদেহ নিয়ে জি টি রোড ধরে মেমারির দিকে যাচ্ছিল, একটি ট্রাক্টরে শবদেহ রাখা ছিল এবং অপর একটি ট্র্যাক্টরে দাহ করার জন্য কিছু কাঠ ও লোকজন ছিল। প্রথম ট্রাক্টরে শবদেহ ছিল এবং দ্বিতীয় ট্রাক্টরে কিছু কাঠ ও লোকজন ছিল।
অপরদিকে একটি চারচাকা মারুতি গাড়ি মেমারির দিক থেকে দেবীপুরের দিকে আসছিল। এবং প্রথমে ওই চারচাকা গাড়িটি প্রথম ট্রাক্টরটিকে ধাক্কা মারে এবং তারপরে দ্বিতীয় ট্র্যাক্টরটিকেও সজোরে ধাক্কা মারে।
ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় ওই চারচাকা গাড়িটি, এবং ওই চারচাকা গাড়ির ভিতর শুধুমাত্র চালক ছিল ছিল , আহত চারচাকা গাড়ির চালক ও ট্রাক্টরে বসে থাকা একজন ব্যক্তি, চারচাকা গাড়ির ভিতর চালক বাদে আর অন্য কোন ব্যক্তি ছিলেন? তা কিন্তু সঠিক জানা যায়নি,
ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার পুলিশ, আহতদের উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে।
এই ঘটনার ফলে কিছুক্ষণের জন্য জিটি রোডের ওপর যান চলাচলে ব্যাঘাত ঘটে। এবং মেমারী থানার পুলিশের হস্তক্ষেপে ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।
pikashow apk download Affinity Publisher 2.1.1 Crack google voice apk